মেলবর্নের বাসিন্দা সাদ দেশে গিয়ে মায়ের পছন্দে বিয়ে করে নিয়ে আসে নিশাকে। সংসার করতে থাকে তীব্র মায়ায়, সুতীব্র ভালােবাসায়। অল্প কমাসের পরিচয় যেন মনে হতে থাকে জন্ম-জন্মান্তরের। কিন্তু ধীরে ধীরে পাল্টাতে থাকে নিশা। পরিণত হতে থাকে দুর্বোধ্য, অপরিচিত এক রমণীতে। ভরা পূর্ণিমার রাতগুলােতে রূপান্তরিত হয় নেকড়েতে। কিচ্ছু টের পায় সাদ, কুঁদ হয়ে থাকে নিশার ভালােবাসায়। পরিশেষে মায়াবিনী সাদের সামনে রূপান্তরিত হয় এক রাজকীয় নেকড়েতে, সাদকে সর্বস্বান্ত করে দিয়ে নিশাবিহীন এ পাহাড়সম জীবন কী সাদ একা পার করে দেবে নাকি ফিরে আসবে নিশা তার আজন্ম ভালােবাসার কাছে? নাকি সাদও বেছে নিবে মায়ানেকড়ের এই অপার্থিব জীবন? চন্দ্রাহত যতটুকু অতিপ্রাকৃত গল্প, তার চেয়ে অনেক বেশি প্রেমের গল্প, মায়ার গল্প। জীবনের ছােটো ছােটো জাদুর মুহূর্তের গল্প, দুজন মানুষের সবকিছু হারানাের গল্প। এ গল্প বলে ‘ভালােবাসা তেমন সহজ কিছু না, মাঝেমধ্যে ভালােবাসা এক অসীম, অপার শূন্যতাও, যে শূন্যতা মেনে নেওয়া যায় না, যে শূন্যতা বাঁচতে দেয় না।