প্রেম-কামের বিস্ময়ে ভরা এক রঙিন উপন্যাস ‘খেলারাম খেলে যা’। বইটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ থাকলেও মানব জীবনের দিকে তাকালে দেখা প্রেম-কাম অঙ্গাঙ্গিভাবেই জড়িত। উপন্যাসের নায়ক বাবর আলীকে দেখা যায় সে বড়ই যৌন-তৃষ্ণার্ত, শয্যায় নিতে চায় শুধু সদ্য কৈশোরোত্তীর্ণ তরুণীদের। সৈয়দ হক-এর নিজস্ব গদ্যভাষা বইটিকে করেছে সুখপাঠ্য।