তুমি কি সফল হতে চাও? তােমার । কি শীর্ষ স্পর্শ করতে ইচ্ছা হয়? | তােমার কি পড়াশােনায় মন বসে ।? তােমার কি ঘুরতে-ফিরতে, বই পড়তে, কবিতা লিখতে ভালাে । লাগে? তুমি শুধু খেলাধুলাই পছন্দ। করাে? তােমার কি গণিত ভালাে। লাগে কিন্তু সাহিত্য পছন্দ নয়? তুমি । কি বড় বিজ্ঞানী হতে চাও? নাকি । তােমার ভালাে লাগে শুধু আলসেমি করতে! তুমি বলাে, আমার কিস্যু। ভাল্লাগে না! এই বই সফলতার সহজ সূত্র। শিখিয়ে দেবে। পৃথিবীর সফল মানুষদের জীবনকাহিনি থেকে। আনিসুল হক বের করার চেষ্টা করেছেন সাফল্যের গােপন চাবিকাঠি।