ফ্ল্যাপের কিছু কথাঃ রূপকথা সব বয়সী পাঠকদের প্রিয়। ছেলেভোলানোর মাধ্যম হিসেবে রাজা-রাণি, উজির-নাজির,দৈত্য-দানো, রাক্ষস-খেক্কসের সাথে আমরা ছেলেবেলা থেকে পরচিত বলেই হয়তো রূপকথার এত পাঠকপ্রিয়। কেননা এই চরিত্রগুলোর উপস্থিতি কেবল রূপকথাই ব্যাপক। তবে রূপকথা শুধু আনন্দ দানে জন্যই নয়, অনেক রুপকথা শিক্ষামূলকও। এই সংকলনে আনন্দদায়ক কিংবা শিক্ষামূলক ,সব ধরনের রূপকথার গল্পই রয়েছে। সংকলনটিতে দেশ-বিদেশের নানা স্বাদের রূপকথা রয়েছে। তাই সবার ভালো লাগবে বলে আশা করি। পাঠকপ্রিয় বলে রূপকথার বিশাল বিস্তৃতিকে আরও বিস্তৃত করবে এই সংকলনটি।