আল কুরআনের কাব্যানুবাদ’ বাংলাভাষায় রচিত কুরআনের বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ কাব্যানুবাদ। আলেম লেখক ও কবি মুহিব খান অনূদিত এ রচনা বাংলাভাষার সাহিত্যে একটি ঐতিহাসিক ও গৌরবময় সংযোজন। বাংলা মুসলিম সভ্যতার অন্যতম ও বিরল রচনাকীর্তিও এই গ্রন্থ। এটি কবিতায় অনুবাদ বলে দুরূহ, দুর্বহ ও জটিল নয়; বরং সহজ, সাবলীল ও সুরময় এই রচনা। ভাবানুবাদ বা মর্মানুবাদ নয়, পূর্ণাঙ্গ কুরআনের বিশুদ্ধ মূলানুগত্ব এ কাব্যানুবাদের বৈশিষ্ট্য। কুরআনের তরজমা সহজে পড়া, বোঝা ও মুখস্থ করার জন্য অত্যন্ত কার্যকরী, ফলদায়ী ও উপযোগী এই গ্রন্থ। কুরআনের আরবি লিপির পাশাপাশিই উৎকীর্ণ হয়েছে এর কাব্যানুবাদ; ফলে যেকোনো মানুষের জন্যই এ কাব্যানুবাদটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য।