পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা বলেছেনঃ “বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।” (সূরা আলে ইমরানঃ ৩১)
তাই আল্লাহর ভালোবাসা পেতে একজন মুসলিম হিসেবে আমাদের উচিৎ জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ মুহাম্মদ (সা:) এর সুন্নাহ অনুসরণ করা।
সময়ের পরিক্রমায় রাসূলুল্লাহ মুহাম্মদ (সা:) এর সুন্নাতের উপর রচিত হয়েছে অসংখ্য বই। "দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ" তার মধ্যে অন্যতম একটি বই। বইটি লেখক মাওলানা হাকীম মুহাম্মদ আখতার বিভিন্ন নির্ভরযোগ্য সুত্র ও তার সাবলীল ব্যাখ্যার মাধ্যমে সাজিয়েছেন যা পাঠকে রাসূলের দৈনন্দিন সুন্নাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে।