খুব ভালো মেয়ে ফুলকলি। বঙ্গোপসাগরের তীরে কুয়াকাটায় ওদের বাড়ি। সে সমুদ্র থেকে মাছের পোনা সংগ্রহ করে। সেগুলো বিক্রি হয়। এভাবে সে সাহায্য করে বাবা-মাকে। এলাকার অনেক ছেলেমেয়ে ওর বন্ধু। বন্ধু পশু-পাখি. কীট-পতঙ্গ। ওরা বলে, ফুলকলি, তোমার কাজ তো পোনা ধরা না, লেখাপড়া করা। কিন্তু বললেই তো হলো না! ফুলকলি একদিন ওর বন্ধুদের নিয়ে স্কুলের হেডস্যারের কাছে যায়। স্যার ওদের স্কুলে ভর্তি করে নেন। ফুলকলি ভালো করে পড়াশোনা করে আর স্বপ্ন দেখে। নানা রকম স্বপ্ন। স্বপ্ন দেখে সে একদিন অ-নে-ক বড় হবে। কত বড়? এসব স্বপ্নের কথা আছে এ উপন্যাসে। পশু-পাখি, কীট-পতঙ্গ আর ছোট ছেলেমেয়েদের নিয়ে চমৎকার এক গল্প বলেছেন লেখক।
সেলিনা হোসেন
সেলিনা হোসেন বাংলাদেশের একজন প্রখ্যাত ঔপন্যাসিক, যিনি ১৪ জুন ১৯৪৭ তারিখে রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ কে মোশাররফ হোসেন ছিলেন রেশমশিল্প কারখানার পরিচালক এবং মাতা মরিয়মন্নেসা বকুল। ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে লেখালেখির শুরু করেন এবং তাঁর প্রথম গল্পগ্রন্থ "উৎস" ১৯৬৯ সালে প্রকাশিত হয়। সেলিনা হোসেনের লেখালেখির কেন্দ্রে রয়েছে বাংলাদেশের মানুষ, সংস্কৃতি এবং ঐতিহ্য, এবং তিনি বাংলার লোক-পুরাণের চরিত্রসমূহকে নতুনভাবে তুলে এনেছেন। তাঁর উপন্যাসে সমকালের সামাজিক ও রাজনৈতিক সংকট, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের প্রসঙ্গ প্রতিফলিত হয়েছে। সাহিত্যে তাঁর পরিচিতি শুধু কথাসাহিত্যেই সীমাবদ্ধ নয়, প্রবন্ধেও তিনি শক্তিশালী ও শাণিত গদ্য নির্মাণে দক্ষ।