গাছের প্রাণ আছে সেটা সবাই জানে, মনের কথা কি জানে কেউ?
নতুন এ অভিযানে আবু জানতে পেরেছে গাছেরও মন আছে।
গাছ মানুষের মতো সামাজিক প্রাণী। অনেক গাছ একসঙ্গে মিলে জঙ্গল গড়ে তোলে। একে অন্যকে সাহায্য করে।
আর জঙ্গল বা বন মানে সেখানে প্রাণী থাকবে। মানুষ যাবে ঘুরতে অথবা গবেষণা করতে যাবে। আবুও গিয়েছিল বাংলাদেশের এক বনে। সঙ্গে মামি বীথি। আরো ছিলেন সুমা আপা, অজিত দা। তারা কেউ জানত না, খ্যাপাটে এক বিজ্ঞানী সেই বনে আসান গেঁড়েছেন। তার ছিল এক পোষা অজগর! বাঘ নাই বনে সেই বিজ্ঞানী যখন-তখন বাঘ নামিয়ে ফেলেন।
ভয়ংকর তার পরিকল্পনা, গভীর সব ষড়যন্ত্র। নিজেদের অজান্তে আবুরা পা দিয়ে ফেলল সেই উদ্ভট বিজ্ঞানীর ফাঁদে।