শরিয়তের অন্যতম ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দৈনন্দিন কাজের সৌন্দর্য, সুন্নাহ ইত্যাদি শেখা যায় হাদিস থেকে। মুমিনের জীবনের সকল কাজই পরিচালিত হবে রাসূলের দিকনির্দেশনা অনুসারে। ছোট্ট সোনামণিদের দৈনন্দিন কাজের সুন্নাহ শিখিয়ে দিতে গল্পের কথামালায় সাজানো ১০টি গল্প নিয়ে শিশু সিরিজের বই “গল্প শুনি হাদিস শিখি”।