প্রাচীন গ্রিস জ্ঞানে, শৌর্যে ও শিল্পে মানবেতিহাসের চির-আরাধ্য সম্পদ হয়ে মানুষী সভ্যতাকে আলোকিত করে যাচ্ছে আজও। ভাবিকালে তার গুরুত্ব মলিন হবে বলে মনে হয় না। তাই জীবন ও জগতকে যারা জানতে চান, যারা শিল্প ও দর্শনের বরপুত্র তারা উম্মুখ হয়ে তাকান গ্রিসের দিকে অনিমেষ নয়নে। ইলিয়াস আলী একজন মরমি ভাবধারার লোককবি, ভাবুক ও নিষ্ঠ গবেষক: তাই স্বাভাবিকভাবেই সভ্যতা-তনয়া গ্রিস তাঁর আকর্ষণ-বিন্দু। তিনি ঘুরে বেড়ান জগতজুড়ে বতুতার মতো আলেকজান্দ্রিয়া থেকে কেনিয়া, ইস্তাম্বুল থেকে ইনকা-সভ্যতার লীলাভূমিতে; ভ্রমণ কাহিনি টুকেও রাখেন দরদ দিয়ে ডায়েরির পাতায়।