হালাল বিনোদন (পেপারব্যাক) - আবু মুআবিয়া ইসমাইল কামদার | বইবাজার.কম

হালাল বিনোদন (পেপারব্যাক)


WISHLIST


Overall Ratings (7)

Opi
20/04/2020

আবু মুআবিয়া ইসমাইল কামদার বই "হালাল বিনোদন" আমি বইটি পড়ি আমার বেশ ভালো লাগে । আমরা প্রায় সবাই কিছু কিছু বিষয়ে দ্বিধায় থাকি তার মধ্যে একটি হচ্ছে বিনোদন । আমাদের মাথায় যে প্রশ্ন আসে তা হলো ইসলাম কি বিনোদনের জায়গা আছে? এই প্রশ্ন উত্তর হলো হ্যাঁ আছে,কিন্তু আমাদের জানতে হবে কোনটি হারাম আর কোনটি হালাল যার সুন্দর ব্যাখ্যা আমরা এই বই থেকে পাই।আশা করি সবার বইটি ভালো লাগবে।


Md.Al-Imran Hemel
04/04/2020

বন্যার পানির মতো বিনোদনের হাজারো উপকরণ আসছে। জায়গা করে নিচ্ছে হাতের মুঠোয়। পানি জীবন ধারণের জন্য অপরিহার্য । কিন্তু সেই পানি যদি বিশুদ্ধ না হয়, ফুটানো না হয়, তাহলে সেটাই হয়ে উঠতে পারে জীবনঘাতি। এই বইতে আমরা আপনাকে একটা ফিল্টার দেব। এই ফিল্টারে করে আপনি নিজেই ভালো আর খারাপ বিনোদনের উপকরণগুলো আলাদা করতে পারবেন। আনন্দের বিশুদ্ধ মাধ্যমগুলো নিয়ে মেতে উঠুন হালাল বিনোদনে... ইসলামে হারাম এবং হালাল বিনোদনের ব্যাপারেে আলোচনা করা হয়ে। অসাধারণ বই বইটি সবার পড়া উচিৎ


Abed
04/04/2020

ইসলামে কি বিনোদন নিষিন্ধ নাকি?! অনেকের মনেই একটা শংসয় -দ্বিধা বিরাজ করে বিনোদিত হতে গেলে। আসলে ইসলাম মানসিক আনন্দদানে/বিনোদনে উৎসাহ দিয়ে থাকে। আমরাই বর্তমানে ভুলভাল অমঙ্গলজনক বিনোদন গ্রহণ সদা ব্যস্ত। অসচেতন তার হালাল বিনোদনকে হারাম বিষয়বস্তর সাথে জড়িয়ে পুরো বিষয়টাকেই হারাম বানিয়ে ফেলি। খেলাধুলা বা অন্যান্য বিনোদন সম্পর্কীয় বিষয়াদি সম্পর্কে ইসলামের মতামত কি তা এই বইয়ে আলোচনা করা হয়েছে। বইটির সাবলিল বিশ্লেষণই আমাকে বইটির প্রশংসা করতে বাধ্য করে। আমাদের মধ্যে একটা সহজাত ধারণা জন্মে গেছে বিনোদন বলতেই বুঝি এটা অনৈসলামিক। ইসলামকে নির্জীবভাবে উপস্থাপনের চমৎকার প্রয়াস। অথচ মুষ্টিমেয় হারামের বিপরীত অজস্র হালাল বিনোদন রয়েছে আমাদের জন্য। ইসলাম নির্জীব নয়, এতে ভারসাম্যতা রয়েছে। আর আপনি সেটার সুস্পষ্ট বর্ণনা, দলীল এবং অতিসুন্দর উপস্থাপন পেতে পারেন এই বইটিতে।


Qyfu
31/03/2020

Islamer moddhe Halal binedon ke bekkha kora hoyese  হালাল বিনোদন boita te . Ai boita porle  Ami Haram o Halar ar  Karon jante parber  boita khubi Poronio akta boib


Al amin
30/03/2020

ইসলাম ধর্মে বিনোদনকে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে এই বিষয়ে যারা জানতে চান তাদের জন্য এই বইটি। আমাদের মাঝে একটা ভুল ধারণা প্রচলন আছে, 'বিনোদন' মানেই অনৈসলামিক। বিনোদনের মাঝে হাজারো বিনোদন নিহিত আছে যা হালাল। তবে সেসব আমাদের অজানা বলেই এমন কথা বলতে দ্বিধান্বিত করি না। আবার তুচ্ছ কারণেই হালাল বিনোদনটা হয়ে যায় হারাম। 'হালাল বিনোদন' বইটিতে কিভাবে জীবনকে 'বিনোদন' দিয়েও সাজানো যায়, সেসব বিষয়ে সুনিপুণভাবে আলোকপাত করেছেন লেখক। লেখকের ভূমিকায় বলেছেন, 'ছেলেমেয়েরা কী করছে, কীভাবে বড় হচ্ছে' এসব ব্যাপারে অনেক অভিভাবক একেবারেই নজর দেন না। তারা বলেন, "ভুল না করলে ছেলেমেয়েদের ভুল বুঝানো যাবে না। পাপ না করলে তাদের পাপ বুঝানো যাবে না। ওরা যা করে তার মধ্য দিয়েই আমি ওদের ভালোবাসা অর্জন করে নিবো।" এভাবেই লাগামহীনভাবে ছেড়ে দেয়। আনন্দ, খেলাধুলা, বাজনা রয়েছে ইসলামেও। বইটি পড়লেই বিস্তারিত জানতে পারবেন। 'বিনোদন' নাম শুনলেই যারা নাক ছিটকায় তাদের জন্যও বইটি পড়া খুবই জরুরী। পাশ্চাত্য সংস্কৃতির শিকলে আজ আমরা আবদ্ধ হয়ে পড়ছি। সুন্দর ও সুস্থ সংস্কৃতির ব্যাপারে আমাদের প্রিয় নবি ও তার সাহাবিদের আদর্শ কেমন ছিলো এবং বর্তমান ইসলামিক স্কলারদের এ ব্যাপারে অভিমত কী জানতে হলে বইটি এখনি পড়ে নিন। ভালো ও খারাপ বিনোদনগুলো যারা আলাদা করতে চান!


Salim
29/03/2020

আমরা বিনোদনের জন্য কিছু করতে চাইলে শুনি এটা করা যাবে না এটা হারাম। ওটা হারাম। তাহলে কি ইসলামে বিনোদন বলে কিছুই নেই?হ্যাঁ। আছে। বিনোদনের শত শত মাধ্যম। বিনোদনের মধ্যে কিছু ভালো, কিছু খারাপ। খারাপটা থেকে যদি ভালোটা আলাদা করতে না-পারি তাহলে নিছক আনন্দও হয়ে উঠবে শোচণীয় পরিণতির কারণ। কাজেই, সাবধান হওয়া জরুরি। বাস্তব একটা সত্য হল, আমাদের সময়ে ইসলামিক কমিউনিটি দুই ভাগে ভাগ হয়ে গেছে। একভাগে আছে কালচারাল মুসলিমরা, যাঁরা ইসলামের বিধিনিষেধের থোড়াই কেয়ার করেন। অন্যদিকে আছেন প্র‍fকটিসিং মুসলিমরা, যাঁরা আন্তরিকভাবেই ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়েছেন। বর্তমানে এই দুই গ্রুপের মধ্যে দূরত্ব দিনদিন বেড়ে যাচ্ছে। এর কারণ হিসেবে আমার মনে হয়েছে, উভয়পক্ষেরই জ্ঞান এবং প্রজ্ঞার স্বল্পতা। প্র‍্যাক্টিসিং মুসলিমরা এমন অনেক কিছুই হারাম ধরে বসে আছেন, আদতে যেগুলো জায়েজ। অন্যদিকে “এটা করা যাবে না, ওটা করা যাবে না”; প্র‍্যাক্টিসিং মুসলিমদের এত বড় বড় লিস্ট দেখেই কালচারাল মুসলিমরা ধরে বসেন যে এত নিয়মকানুন মানা সম্ভব না, অতএব ইসলামও মানা এই যুগে মেনে চলা কঠিন, তারপর ও আমরা চেষ্টা চালিয়ে যাবো,,,


Yeasin
19/09/2019

এটা হারাম। ওটা হারাম। এটা করা যাবে না। ওটা করা যাবে না। তাহলে কি ইসলামে বিনোদন বলে কিছু নেই? হ্যা, আছে। বিনোদনের শত শত মাধ্যম। কিছু ভালো, কিছু খারাপ। খারাপটা থেকে যদি ভালোটা আলাদা করতে না পারি, তাহলে নিছক আনন্দও হয়ে উঠবে শোচনীয় পরিণতির কারণ। কাজেই, সাবধান হওয়া জরুরি। বন্যার পানির মতো বিনোদনের হাজারো উপকরণ আসছে। জায়গা করে নিচ্ছে হাতের মুঠোয়। পানি জীবন ধারণের জন্য অপরিহার্য। কিন্তু সেই পানি যদি বিশুদ্ধ না হয়, ফুটানো না হয়, তাহলে সেটাই হয়ে উঠতে পারে জীবনঘাতি। এই বইতে আমরা আপনাকে একটা ফিল্টার দেব। এই ফিল্টারে করে আপনি নিজেই ভালো আর খারাপ বিনোদনের উপকরণগুলো আলাদা করতে পারবেন। আনন্দের বিশুদ্ধ মাধ্যমগুলো নিয়ে মেতে উঠুন হালাল বিনোদনে...


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com