সাখাওয়াত হোসেন সুজন পেশায় সাংবাদিক। সাহিত্যের সৃষ্টিশীলতার এই শাখায় তার বিচরণ অনেক দিনের। চেনা-পরিচিত গণ্ডির ভেতর থেকে সাহিত্যের উপাদান খুঁজে বেড়ান তিনি। যা কিছু দেখছি, শুনছি বা অনুধাবন করছি সেটাই তুলে ধরার চেষ্টা করেন। ‘যদি কখনো ভালোবাসো’ গ্রন্থে দশটি গল্প স্থান পেয়েছে। চলতে ফিরতে, এখানে সেখানে কত কিছুইতো আমাদের জীবনে ঘটে। সেখান থেকে নির্যাস বের করে লেখা হয়েছে গল্পগুলো। পড়ে যেনো মনে হয়- আরে সেদিনতো এমন একটা ঘটনা দেখলাম। কিংবা ওমুকের সঙ্গেতো এমন ঘটনা ঘটেছিলো। জীবন বাস্তবতা নিয়ে লেখা এ গল্পগুলো হয়তোবা পাঠকের নিজের সঙ্গেও মিলে যেতে পারে। আশা করি ভিন্নধর্মী এই গল্পগুলো সবার ভালো লাগবে ।