গল্পসাহিত্যের ভিন্ন ভিন্ন আলোয় সমৃদ্ধ 'জ্যোৎস্নার স্কুল ও অন্যান্য গল্প'। নানা রঙের নানা বৈচিত্র্যের মিশেলে গল্পগুলো ছড়িয়েছে মায়াবী দীপ্তি। যে জ্যোৎস্নার বলয়ের মতো সাত রঙের সমাহার। কখনো জীবনের টানাপোড়েনের হাহাকার, কখনো বা গা ছমছমে আবহ, কখনো রুক্ষ পশ্চিমের বন্যতা, কখনো বা থমথমে শূন্যতা। কখনো অজপাড়াগাঁয়ের কুসংস্কার আবার কখনো বা সময় জয়ের তাড়না। গল্পগুলোয় আছে ভালোবাসার স্নিগ্ধতা, আছে ফেলে আসা জীবনের দীর্ঘশ্বাস।
নয়জন স্বপ্নালু মানুষ, একটি স্বপ্নপূরণ। গল্পকারদের ভালোবাসায় মোড়া এই বইটি পাঠকের মন স্পর্শ করবে।