খুতুবাতে রমযান - ড. আয়েয আল-কারনী | বইবাজার.কম

খুতুবাতে রমযান

    5 Ratings     1 Reviews

WISHLIST


Overall Ratings (1)

Sohag
21/04/2020

‘খুতুবাতে রমজান’ রমজান বিষয়ে সেরা বই রহমত মাগফিরাত আর নাজাতের পয়গাম নিয়ে প্রতি বছর আগমন করে মাহে রমজান৷ এ মাস তাকওয়া অর্জনের মাস৷ নিজেকে কলুষমুক্ত করার অনন্য সুযোগ করে দেয় এ মাস৷ তাই পবিত্র কুরআনে মহান রবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ‘তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের ওপর-যেন তোমরা মুত্তাকি হতে পারো৷’ মাগফিরাতের মহান ঘোষণাবাণী নিয়ে আসে রমজান৷ পাপীকে তার পাপ থেকে ফিরে আসার সুযোগ করে দেয়৷ অলসতার চাদর ছুঁড়ে ফেলে ইবাদতে আত্মমগ্ন হওয়ার আহ্বান জানায় এ বরকতময় মাস৷ প্রতি বছর যেন নতুন রূপে ফিরে আসে রমজান৷ আমাদের সংশোধনের আহ্বান জানায়৷ কিন্তু দীর্ঘ ১১ মাসের পঙ্কিল হৃদয় যেন সে ডাকে সাড়া দিতে পারে না৷ ফলে রমজানের আগে আর রমজানের পরের জীবনে দেখা যায় না তেমন কোনো পরিবর্তন৷ কেন এমন হয়? কেন নিজেকে বদলে নেয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়? সহজ উত্তর হলো, যে মনীষীগণ বাস্তেবই রমজান বুঝেছেন, রমজান পেয়েছেন এমন বুযুর্গদের সোহবত থেকে আমরা দূরে সরে থাকি৷ ডা. আয়েজ আল কারনির লেখা ‘খুতুবাতে রমজান’ সে অভাব অনেকটাই দূর করবে৷ বইটি যদি আমাদের সঙ্গে থাকে তাহলো সরাসরি আল্লাহওয়ালাদের সোহবতে না থাকলেও মনে হবে আমি আহলে দিলের ভাবগাম্ভীর্যপূর্ণ দীনি মজলিসেই বসে আছি৷ নিজেকে সিক্ত করছি কুরআন-হাদিসের নিগূঢ় তত্ববাণীতে৷ এ বইয়ের পাতায় পাতায় খুঁজে পাওয়া যাবে আল্লা অন্তরের নুরের জ্যোতি৷ ভালো করে মনযোগ দিলে অনুভব করতে পারবে তাদের হৃদয়ের উত্তাপ৷ শায়খ ডা. আয়েয আল কারনি আরব বিশ্বের এক পরিচিত নাম৷ ইলমে কুরআন, হাদিস, ফিকহে ইসলামি, ফিরাকে বাতেলা, উসুলে দীনসহ নানা বিষয়ে যার দক্ষতার সুনাম সবার মুখে মুখে৷ দাওয়াতের ময়দানে বিশাল ভূমিকা রেখে চলেছেন এই বিশ্বখ্যাত আলেম৷ ‘লা তাহযান’ তার সবচে আলোচিত, সমাদ্রিত অমর গ্রহন্থ৷ পৃথিবীর বিভিন্ন ভাষায় এর অনুবাদ হয়েছে৷ শুধু আরব বিশ্বেই এ বইটির ১০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে৷ বাংলা ভাষায় বইটি অনুবাদ করেছেন মুফতি শফিকুল ইসলাম মারুফ৷ গুরুত্বপূর্ণ বইটি সম্পাদনা করেছেন মুফতি মুহাম্মাদ আমিমুল ইহসান। মোট ৪০টি খুতবায় বিন্যস্ত করা হয়েছে আলোচ্য বইটি৷ শেষের দিকে রমজানের ফাযায়েল মাসায়েল ও চাঁদ দেখা বিষয়েও দুটি পরিচ্ছেদ রয়েছে৷ ‘রমজানে মুসলিম বোনদের প্রতি আহ্বান’ নামে নারীদের জন্যও রয়েছে একটি অনুচ্ছেদ৷ সেখানে কুরআনের আয়াতের অধীনে নারীদেরকে গুরুত্বপূর্ণ ১০টি উপদেশ দিয়েছেন৷ বইয়ের কয়েকটি চমৎকার শিরোনাম হলো, ক্ষমার মৌসুম, রমজান কীভাবে রবণ করবো, অন্তর কীভাবে রোজা রাখে, চক্ষু কীভাবে রোজা রাখে, রোজাদার যেসব ভুল করে থাকে, রমজানে কুরআনের দাবি, রোজাদারের সঙ্গীত, রমজান: দানশীলতার অপূর্ব শিক্ষালয় ইত্যাদি৷


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com