আদিত্য শাহীন পেশায় সাংবাদিক। লেখালেখির অভ্যেস ছছাটোবেলা থেকে কিন্তু নিজেকে প্রকাশ করার তাগিদ নেই তার। লেখেন কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ। অনিয়মিত কলাম লেখেন অনলাইনে। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘ওগাে মাের দেহ প্রভু (কাব্যগ্রন্থ)’ ও ‘ভেবলুর গালিভার (শিশুতােষ গল্পগ্রন্থ)'। সম্পাদনা করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে নিয়ে সংকলন ‘সান অব দ্য সয়েল, রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমেদ মানিক স্মারকগ্রন্থ, কৃষিবিষয়ক প্রবন্ধ সংকলন ‘জনভাষ্য ১ থেকে ৬ খণ্ড। আদিত্য শাহীন যুক্ত আছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর সঙ্গে সিনিয়র নিউজ এডিটর হিসেবে। এছাড়া প্রধান সম্পাদক হিসেবে যুক্ত আছেন। সমালােচনাপত্র ক্রিটিক ও নারী প্রগতির ত্রৈমাসিক পারি’র সঙ্গে।