কোরানশরিফ মানবজাতির এক অনন্য সম্পদ; পৃথিবীর সবচেয়ে পঠিত মহাগ্রন্থের একটি। ধার্মিক মুসলমানরা এর মধ্যে পান পরম সত্যের সন্ধান। পণ্ডিতেরা খোজেন বিশ্বজুড়ে ছড়ানো বিরাট এক সম্প্রদায়ের মর্মবস্তু, ঐক্যের ভিত্তি, ইসলামের ধর্মভাবের মহিমা। বিশ্বের নানা ভাষায় এর একাধিক ভাষান্তর হয়েছে। বাংলা ভাষায়ও। কিন্তু পাঠকপ্রিয়তায় মুহাম্মদ হাবিবুর রহমানের এ অনুবাদ আগের গুলোকো ছাড়িয়ে গেছে বহুুগুণে। কারণ, তার এ অনুবাদ শুধু নির্ভুল নয়, একই সঙ্গে প্রাঞ্জল ও উপভোগ্য।
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
মুহাম্মদ হাবিবুর রহমান(৩ ডিসেম্বর ১৯২৮ - ১১ জানুয়ারি ২০১৪ ) ২০০৭ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ-এর একজন ফেলাে। তিনি লিঙ্কনস্ ইন-এর অনারারি বেঞ্চার এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উরষ্টার কলেজের অনারারি ফেলাে। ৬ টি কাব্যগ্রন্থসহ এ পর্যন্ত প্রকাশিত তাঁর গ্রন্থের সংখ্যা ৫৮ টি। তিনি বাংলাভাষার প্রথম ভাব-অভিধান যথাশব্দ-এর রচয়িতা। কোরানসূত্র, গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ, রবীন্দ্রবাক্যে আর্ট সঙ্গীত ও সাহিত্য, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশের তারিখ, মিত্রাক্ষর : অন্ত্যমিল শব্দকোষ, কোরানশরিফ সরল বঙ্গানুবাদ ইত্যাদি তাঁর বিখ্যাত গ্রন্থ।