উপন্যাস সম্পর্কেঃ রাধারমন এবং বিভ্রান্তি একটি উপন্যাস। এতে ঐতিহাসিক বৈষ্ণব গীতিকার রাধারমন দত্তের জীবন ঐতিহাসিক উপন্যাসের মত অংকিত হয় নি, যদিও মূল চরিত্রের নাম রাধারমন এবং রাধারমন দত্তের পূর্বপুরুষের এদেশে আগমনের ইতিহাস এসেছে গুরুত্বসহকারে। এটি একটি ম্যাজিক রিয়ালিজম/ সুররিয়ালিস্টিক ধাঁচের উপন্যাস যাতে বিভিন্ন মেটাফিকশনের মাধ্যমে গল্পকে এগিয়ে নেয়া হয়েছে। এখানে ভাষার ব্যবহার কোন নির্দিষ্ট নিয়ম না মেনে উপন্যাসের আবহের সাথে ভাষার পরিবর্তন হয়েছে। এটি বাংলাসাহিত্যের একটি ব্যতিক্রম ও নিরীক্ষাধর্মী উপন্যাস।
ফ্ল্যাপঃ এক কঠিন বিভ্রান্তির অবসানের জন্য রাধারমনের পিতা হরিচরন প্রবেশ করেছিল বিষন্ন এক মৃত নগরে। সেই নগরে বিভ্রান্তি নিরসনকল্পে তার অভিযানের গল্পের সাথে তার পুত্র রাধারমনের গল্প নিয়েই “রাধারমন এবং কিছু বিভ্রান্তি”।