হুমায়ুন পদ্য বুঝেন। তারপরও তার চর্চা আধুনিক গদ্যকেন্দ্রিক। ইসলামের শাশ্বত শিক্ষা আদর্শ বিশ্বাস ও চেতনাকে কালের ভাষায় তুলে ধরবার চেষ্টা যারা করছেনহুমায়ুন আইয়ুব সেই কাফেলার একজন স্বপ্নচারী লেখক। তার আরও একটি আলােকিত অধ্যায় সাহিত্যের সংগঠন করা। হুমায়ুন শিল্প-সাহিত্যের অবারিত বিস্তারের সংগঠক। বক্ষ্যমাণ গ্রন্থে সন্নিবেশিত লেখাগুলাে আমি যতদূর জানি- দৈনিকের পাতায় প্রকাশিত! রমজানুল মুবারকের মর্যাদা, আবেদন, আমল ও প্রতিদানের কথা আধুনিক সরল গদ্যে চমৎকারভাবে ফুটে উঠেছে লেখাগুলােতে।