

শ্বেত সন্ত্রাসের এই সময়
শ্বেত সন্ত্রাসের এই সময়' বইটি উৎসর্গ করা হয়েছে সাদাউল্লাহ ওয়াজিরকে। খুবই সাধারণ পরিবারে জন্ম নেওয়া ওয়াজিরিস্তানি এই কিশোর ২০০৯ সালে মার্কিন ক্রুসেডারদের ড্রোন হামলায় মারাত্মক আহত হন। ইফতারের আগমুহূর্তে প্রথম রমজানে ওয়াজিরের দাদাবাড়িতে চালানো হামলায় নিহত হন তাঁর তিন নিকটাত্মীয়। করাচির একটি হাসপাতালে অপারেশন করে ওয়াজিরের ক্ষতিগ্রস্ত পা দুটি কেটে ফেলা হয়। ক্রুসেডারদের ছোড়া 'হেলফায়ারের' আঘাতের তীব্রতায় একটি চোখও নষ্ট হয়ে যায় তাঁর। যদিও শেষপর্যন্ত বঁাচানো যায়নি তাঁকে। ক্ষতে পচন ধরে ২০১৩ সালে মারা যান তিনি। ওয়ার অন টেরর-সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের বলি অসংখ্য গণহত্যার খুব খুব ছোট্ট একটি সংখ্যা সাদাউল্লাহ ওয়াজির। ব্যারেল বোমা আর হেলফায়ারের মারণ আঘাতে এই উম্মাহর অভিমানী ওয়াজিরেরা নিয়তই পাড়ি জমাচ্ছেন না ফেরার দেশে। যাদের বেশিরভাগের নাম-ধাম, বর্ণ-গোত্র জানা হবে না কোনোদিনও, কারো! পূর্ব-পশ্চিমে, উত্তর-দক্ষিণে প্রতিদিনই চলছে এই হত্যা-তাণ্ডব। ঠিক আমাদের চোখের সামনে।
SIMILAR BOOKS
