

স্বপ্নের আত্মহত্যা
"স্বপ্নের আত্মহত্যা" হঠাৎ অস্তিত্বের সংকটে ভুগছি চেনা শহরে সব যেন অচেনা লাগছে রাতের সোডিয়াম আলোয় পথ ভুল হয়ে যাচ্ছে ভোরের হাঁটায় রাস্তায় হোচট খাচ্ছি প্রিয় হাতিরঝিলের সবুজ ঘাসে বসে তেমন আরাম পাচ্ছি না। দুর আকাশের দিকে তাকিয়ে ভারী নিশ্বাস নিচ্ছি বিষাক্ত সিসার গরম বাতাস যেন ফুসফুসে আঘাত হানছে। অতীতের সুখের স্মৃতিগুলো মন থেকে মুছে গেছে শুধু জেগে উঠছে অতীতের ক্ষতগুলো প্রিয়জনের ফুলের লোকানো কাঁটার আঘাত মনে দাগ কেটে আছে হাজার মানুষের ভিড়ে রাস্তায় হাঁটছি একা একা কোথাও কোন হাত ধরার, মাথায় হাত রাখার মানুষ নেই। নির্ঘুম চোখে নিস্তব্ধ রাতের অন্ধকার ভেলকি দেখাচ্ছে দুঃস্বপ্নের চিৎকারে জেগে উঠছি মোটা কাঁচের চশমাটা হাতের কাছে খুঁজে পাচ্ছিনা আস্তে আস্তে হৃদয়ের স্পন্দন কমে যাচ্ছে শরীর মন নিস্তেজ হচ্ছে টেবিলের উপর একটি চিরকুট লেখা আছে ”ধন্যবাদ হে পৃথিবী” বিদায় বিদায়। ------------------- রাশেদুল হায়দার ৭ ডিসেম্বর, ২০১৬।
SIMILAR BOOKS
