‘যুবক’ শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একদল ঈমানদীপ্ত তরুণ চেহারা, ইসলামের মর্যাদা সমুন্নত করতে যাদের অবদান অনস্বীকার্য। কিন্তু যুগের করাথ থাবায় তারা আজ ভুলে গিয়েছে তাদের শাশ্বত পরিচয়। ভুলে যাওয়া পরিচয় স্মরণ করিয়ে দিতে কলম ধরেছেন যুগের অন্যতম িইতিহাসবেত্তা ড. রাগিব সারজানি। তুলে ধরেছেন বর্তমানে যুবকদের অধ:পতনের কারণ, এ থেকে পরিত্রাণের জন্য করণীয় এবং বর্জনীয়। ইতিহাসের শিক্ষা থেকে সারনির্যাস তুলে এনে শাইখের রচিত রিসালাতুন ইলা শাবাবিল উম্মাহ এর সরল অনুবাদ “শোনো হে যুবক”।