উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহু। ইসলামের তৃতীয় খলিফা। আল্লাহর রাসুলের জামাতা। জান্নাতের সু-সংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবির একজন। তাঁর জীবন ইসলামের ইতিহাসে এক আলোকোজ্জ্বল অধ্যায়। মহত্ত্ব, মর্যাদা, নিষ্ঠা, জিহাদ ও আল্লাহর পথে দাওয়াতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
এই গ্রন্থে হজরত উসমান রা.-এর জন্ম থেকে শাহাদাত পর্যন্ত বিস্তারিত ঘটনা আলোকপাত করা হয়েছে। এতে তাঁর প্রারম্ভিক জীবন, ইসলাম গ্রহণ, বিবাহ, কষ্ট সহ্য ও আবিসিনিয়ায় হিজরত, কুরআনি জিন্দেগি, ইসলামি রাষ্ট্র গঠনে আর্থিক সহযোগিতা-সংক্রান্ত আলোচনা স্থান পেয়েছে।
তাঁর রাষ্ট্রনীতি ছিল উম্মতের জন্য আলোকবর্তিকা। বিচারের ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা, আইন প্রণয়ন, ন্যায়বিচার নিশ্চিতকরণ, ব্যক্তিস্বাধীনতা বাস্তবায়ন, শিষ্টের লালন ও দুষ্টের দমনের ক্ষেত্রে তিনি ছিলেন অবিস্মরণীয়। এছাড়া তাঁর ১৯টি প্রধান গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে; যা দ্বারা তাঁর চারিত্রিক উৎকর্ষ প্রতিভাত হয়।
অর্থনৈতিক বিষয়সমূহের আলোচনা করতে গিয়ে ওইসব কৌশলসমূহ তুলে ধরা হয়েছে, যা তিনি খিলাফাতের দায়িত্ব গ্রহণকালে ঘোষণা দিয়েছিলেন। এতে তাঁর জ্ঞানের মহত্ত্ব, সমস্যা সমাধানে বিচক্ষণতা ও প্রজ্ঞার পরিচয়ও স্পষ্ট হয়েছে। এদিকে ইতিহাসের নানা প্রান্তে ছড়িয়ে থাকা উসমান রা.-এর যুগে বিজয় অভিযানসমূহ তুলে ধরা হয়েছে।
উসমান রা.-এর অনন্য কীর্তি হচ্ছে এক মাসহাফে উম্মতকে ঐক্যবদ্ধ রাখা। প্রাদেশিক গভর্নরদের সাথে উসমানি কর্মপদ্ধতি, তাঁদের অধিকার ও দায়িত্ব, তাঁদের পর্যবেক্ষণ ও তদন্তে উসমানি পদ্ধতি এবং সেসব গভর্নরদের নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত আলোচনার পাশাপাশি তাঁর হত্যা সম্পর্কীয় ফিতনার কারণসমূহও উঠে এসেছে সবিস্তারে।
ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
ড. আলী মুহাম্মাদ সাল্লাবী ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাযি শহরে জন্মগ্রহণ করেন। মদীনা বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন বিভাগ এবং দাওয়া বিভাগ থেকে ব্যাচেলরস অব আর্টসে ডিগ্রি লাভ করেন। পরে ১৯৯৬ সালে উসুল আদ-দ্বীন বিভাগ থেকে তাফসীর, উলুমুল কুরআন বিষয়ে মাস্টার ডিগ্রিপ্রাপ্ত হন। তিনি ১৯৯৯ সালে উম্মে দুরমান ইসলামী বিশ্ববিদ্যালয়, সুদান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন |
তিনি বর্তমান বিশ্বের একজন বিখ্যাত ও প্রসিদ্ধ সীরাত লেখক। তার লিখিত খুলাফায়ে রাশেদীন। এবং সালাহউদ্দিন রহ.-এর জীবনী ইংরেজিতে অনূদিত হয়ে ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিসিং হাউস (IIPH) থেকে ছাপানাে হয়েছে। কিতাবগুলাের বাংলা অনুবাদ ছাপানাের ব্যাপারে IIPH-এর সঙ্গে মাকতাবাতুল ফুরকান চুক্তিবদ্ধ । শীঘই সবগুলাে কিতাব এদেশের পাঠকের নিকট পৌছবে, ইনশাআল্লাহ।