আমরা তাঁকে ফলো করছি। তিনি সৈকত ধরে হাঁটছেন। একদিকে সমুদ্রের জল আছ্রে পড়ছে। আরেক দিকে কেয়া বন। আকাশে চাঁদ উঠেছে। তারই আলোয় যতটুকু দেখা যায়। আমরা যে নকল দাড়ি গোঁফ ওয়ালাকেই অনুসরন করছি, সেটা যেন তিনি না বোঝেন। মামা বললেন, 'শোন, আমরা কিন্তু তার দিকে তাকিয়ে থাকব না। আমরা জগিং করি, চল। দৌড়াতে দৌড়াতে তার সামনে চলে যাই।' আমি বললাম, 'চলো, চলো, রেস খেলি। দেখ তুমি আগে যেতে পারো, না আমি পারি।' মামা বললেন, 'না না, আমরা একশ মিটার খেলব না। আমরা ম্যারাথন দৌর খেলব। স্লো অ্যান্ড উইন্স দ্যা রেস।' আমরা নকল দারি-গোফ ওয়ালাকে অতিক্রম করে চলে এসেছি।......
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।