অ্যান্টি-ডিপ্রেশন (হার্ডকভার) - আর জে অহনা | বইবাজার.কম

অ্যান্টি-ডিপ্রেশন (হার্ডকভার)

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ১৬০ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২০০





WISHLIST


Overall Ratings (1)

Al amin
28/04/2020

প্রথম যেদিন রেডিও তে শুনলাম এবার বই মেলায় আপনার একটা বই আসছে।তখন থেকে একটু একটু আগ্রহ জাগলো বইটা কেনার।পরবর্তীতে আবার যেদিন বইটার নাম শুনলাম তখন বইটা কেনার আগ্রহ টা আরও বেড়ে গেল।ভাবলাম যেভাবেই হোক বইটা সংগ্রহ করবোই করবো।কারন আমি ভীষণ রকম ডিপ্রেশনে ভুগছিলাম।কষ্ট গুলো বুকের মদ্ধে চেপে রাখতে রাখতে আস্তো একটা  নোনাজলের সমুদ্র  তৈরী হয়েছে।সেখানেই ডুবে যাচ্ছিলাম।তাই ভাবলাম যদি কোনো ভাবে বইটা থেকে কিছু একটা পাই এখান থেকে বের হবার।এই ভেবেই বইটা কেনা। ★বইটা হাতে পাওয়া এবং পড়ার পরের অনুভূতি: বইটা যেদিন হাতে পেলাম সেদিন সারাটা বিকেল বইটা হাতে নিয়ে দেখলাম।রাতেও বইটা হাতে নিয়ে প্রচ্ছদ টা দেখলাম।বেশ কয়েকবার সূচীপত্র পড়লাম।বিষয়গুলো বেশ ভালো লাগলো। ভাবলাম সবার আগে ৭ আর ৮ নং টপিক টা পড়বো।কিন্তু না তা করলাম না।শুরু থেকেই শুরু করলাম।তারপর একটু একটু করে পড়ে যখন একটা করে পৃষ্ঠা উল্টোচ্ছিলাম মনে হচ্ছিলো এই বইয়ের প্রতিটা লাইনে আমি আমাকে খুঁজে পাচ্ছি।বইটা যেন আমারই প্রতিচ্ছবি।এভাবেই গভীর আগ্রহ নিয়ে অনেক সিরিয়াস হয়ে বইটা পড়লাম।একটু খানি হাসছিলাম অদ্রির গল্পটায় এসে।বইটা পড়তে পড়তেই নিজের অনেক গুলো ভুল,বোকামো নিজের চোখে পরলো।নিজেকেও যেন আবিষ্কার করলাম অন্যভাবে।চিন্তা ভাবনা গুলো পাল্টে ফেললাম। এ তো গেল আমার অনুভূতির কথা।বইটা নিয়ে আরো দু একটা কথা যে না বললেই নয়। এতো গুলো তথ্য দিয়ে,এতো গুলো সমস্যার সমাধান যে এত সহজভাবে এতো সুন্দর করে দেয়া যায় তা বই টা না পড়লে বুঝতাম না কখনোই।বইটা তে এমন কোনো শব্দই ব্যবহার করেননি যে কোনো পাঠক সেই শব্দ বুঝবে না।একটু খানি বলতে চাই, ৪১ পৃষ্ঠায় একটা জায়গায় প্রতি ও ব্যবহার করেছেন।এবং পরের লাইনেই সেটা আবার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন।কেন প্রতি ও ব্যবহার করেছেন। এভাবেই পুরো বইটা তে অহনা আপু আমাদের সমস্যা গুলো থেকে বেরনোর পথ বাতলে দিয়েছেন।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com