

অসমাপ্ত আত্মজীবনী(সুলভ)
বইবাজার মূল্য : ৳ ১৬৫ (২৫% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ২২০
প্রকাশনী : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)
অসমাপ্ত আত্মজীবনী।।। ।।। এখন সবাই বঙ্গবন্ধুর গুণগান করে মুখে ফেনা তুলে ফেলে। কিন্তু বঙ্গবন্ধুকে ধারণ করে কয়জনে! তাঁর আদর্শ, তাঁর চিন্তাধারা, বাংলাদেশকে নিয়ে তাঁর স্বপ্নগুলোকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে কয়টি মানুষ! অথচ এই মানুষটির জীবন সম্পর্কে জানলে শুধু জানতেই ইচ্ছে করে। ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন বঙ্গবন্ধু, কিন্তু শেষ করতে পারেননি। তাঁর সে খাতাগুলোই ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামে বই আকারে বাজারে আসে বেশ কিছু সময় হল। অবশেষে শেষ করলাম অসাধারণ এই বইটা। বইটা সম্পর্কে বেশি কিছু বলার নেই। এক বাক্যে বললে এক ব্যক্তির জীবনের মধ্য দিয়ে একটা দেশকে, দেশের ইতিহাসকে জানার পথ হল বইটি, কিন্তু বইটি যে 'অসমাপ্ত' তাই এই ইতিহাসও অসমাপ্তই রয়ে যায়। বইটাতে উঠে এসেছে লেখকের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁর শিক্ষা, স্বাস্থ্য, পাকিস্তান আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিহাস, তাঁর জেলজীবন, ভাষা আন্দোলন, পাকিস্তানের দমন-নিপীড়ন, তৎকালীন অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক নেতার সাথে তাঁর সম্পর্ক ও তাদের অবদান ইত্যাদি। তো আপনাকে স্বাগতম বইটি পড়ার জন্য।।
SIMILAR BOOKS
