

হার না মানা দুলাল
এক হার না মানা কিশোরের কঠিন জীবনের করুণ কাহিনি এই বইয়ে লেখক লিখেছেন। এই বইটিতে একটি ছেলে তার পরিবারের জন্য কত কষ্ট করে টাকা উপার্জন করে সেটি আমরা দেখবো। তার সততার দিকটিও এখানে তুলে ধরা হয়েছে। ছেলেটির নাম হলো দুলাল। সে গরিব ঘরের ছেলে। ষোল-সতের বছর বয়স তার। তার বাবা নেই। তার পুরো পরিবারের ভার এখন তার কাধে। হঠাৎ একদিন তার মায়ের চোখে সম্যসা দেখা দেয় যার ফলে তার মার চোখের অপারেশান এর জন্য কিছু টাকা প্রয়োজন পরে। তাদের কোনো জায়গা জমিন ছিলো না বলে তাকে ঢাকায় কাজ এর জন্য যেতে হয় কিন্তু সেখানে সে হতাশ হয়। বাড়িতে তো আর ফিরে যাওয়া যাবে না তাই সে শেষে রিকশা চালানোর পথ ধরে। তারপর তাকে অনেক সম্যসার সম্মুখীন হতে হয়। সে প্রতি বাধা পের হয়ে তার নিজের কাজ করে যায় শুধু মাত্র তার মার চিকিৎসারর জন্য। আরো কিছু ঘটনা আমরা এই বইয়ে দেখে থাকবে। বইটি যদি পড়তে শুরু করি তাহলে শেষ না করে আর থামা যায় না। বইটিতে রয়েছে কিছু শিক্ষণীয় কাজ যা আমাদের সমাজকেকে সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করবে। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯
SIMILAR BOOKS
