হাত কাটা রবিন (হার্ডকভার) - মুহম্মদ জাফর ইকবাল | বইবাজার.কম

হাত কাটা রবিন (হার্ডকভার)

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ১৬০ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২০০





WISHLIST


Overall Ratings (1)

Sultana tasmia riidii
31/03/2019

Book review: ইবু, হীরা, নান্টু, মিশু আর সলিল, মাসুদ। এদের ফুটবল ক্লাব, সার্কাস ক্লাব, ডিটেকটিভ ক্লাব থেকে শুরু করে নিজস্ব হাসপাতাল পর্যন্ত আছে। এদের মধ্যে মাসুদ ডাক্তার, কারণ তার বাবা ডাক্তার আর মাসুদ তাদের এক নাম্বার বন্ধু। কিন্তু মাসুদ রা সেই এলাকা ছেড়ে চলে গেলে সেই হাসপাতাল বন্ধ হয়ে যায়। আবার ফুটবল টিমে একটা মেম্বার কম পড়ে। ডিটেকটিভ ক্লাব যে কি ভয়াবহ “মুরগী খুন” কেস সল্ভ করেছিল, সেটা না বলাই ভাল। কিন্তু ওদের কত দুঃখ। সময় থাকতে ডাক্তারী টা শিখে নিলেই পারত, মাসুদের থেকে। এ আর এমন কি কঠিন? একদিন সেই খালি বাড়ি তে নতুন মেম্বার আসল, ওদের বয়েসী একটা ছেলে, বাম হাত টা কাটা। সেই এক হাত দিয়ে গাছে তরতরিয়ে ঊঠে ওদের জিজ্ঞেস করে বসল, তারা এই এলাকার ছেলে কিনা, লেখক তথা ইবুর দল বেশ আশ্চর্য হল। এক সময় সেই হাত কাটা ছেলেও এদের প্রাণের বন্ধু , রক্তের বন্ধু হয়ে গেল। সেই হাকার – হাত কাটা রবিন, এক হাত নিয়েও দুরন্তপনায় পিছিয়ে নেই কিন্তু। একদিন এদের দলে এল টিপু নামের এক ছেলে, যার কিনা নিজস্ব নৌকা আছে, পড়াশোনায় ভালো করার জন্য কিনে দিয়েছে তার বাবা। এদের টিম টা বেশ সুন্দর, কৌশরের দিনগুলো ভালোই যাচ্ছিল। কিন্তু , একদিন, টিপুর ছোটবোন ঝুমু, বাড়ির ছাদ থেকে টেলেস্কোপ দিয়ে কিছু জিনিস দেখে ফেলে, এর পরপরেই এক ভয়াবহ ডাকাত দলের মুখোমুখি হতে হয় এই কিশোর দল কে.... #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com