যেসব হারামকে অনেকেই তুচ্ছ মনে করে (পেপারব্যাক) - শাইখ মুহাম্মাদ বিন সালেহ আল মুনাজ্জিদ | বইবাজার.কম

যেসব হারামকে অনেকেই তুচ্ছ মনে করে (পেপারব্যাক)

বইবাজার মূল্য : ৳ ১১২ (৩০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ১৬০





WISHLIST


Overall Ratings (3)

Opi
25/04/2020

প্রাত্যহিক জীবনে আমরা না জেনেই অনেক কাজ করে থাকি যা আমাদের ইসলাম ধর্মে সুস্পষ্ট ভাবে নিষেধ করা হয়েছে। শুধুমাত্র না জানার কারণে আমরা নিজেদের অজান্তেই পাপের বোঝা বাড়াচ্ছি। এই বইটিতে লেখক ৭০ টি কাজের কথা লিখেছেন যে সব করা হারাম। অনেক গুলো হারাম কাজের কথা শুনে আসলেই অবাক হয়েছি। বইটি পড়ে অনেক উপকৃত হলাম। বইটি সবার সংগ্রহে রাখা উচিত।


Al amin
06/04/2020

যেহেতু আমরা নবী কিংবা রাসূল নই। গুনাহ থেকে একেবারে নিষ্পাপ থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই জীবন চলার পথে ইচ্ছা-অনিচ্ছায় আমাদের কিছু ভুল-ত্রুটি হয়েই যায়, কিছু গুনাহ সংঘটিত হয়ে যায়। তো আমাদের জন্য করণীয় হচ্ছে— সর্বাত্মকভাবে গুনাহ’র পরিবেশ থেকে দূরে থাকা ও গুনাহ থেকে বেঁচে থাকা। যদি কখনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গেই অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা-ইস্তেগফার করা, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ়সংকল্প করা। তো আল্লাহ যেসব বিষয়কে হারাম করেছেন অর্থাৎ যা কিছু করা গুনাহ, যারা সেগুলোকে হারাম মনে করে, গুনাহ হিসেবেই জানে; তাদের পক্ষেই সম্ভব হয়— কখনো গুনাহ করে ফেললে তাওবা করার। আর যারা হারাম কাজকে হারাম মনে করে না কিংবা কোনো হারামকে তুচ্ছ ব্যাপার মনে করে, তারা তাতে লিপ্ত হলে তাওবা করার প্রয়োজন মনে করে না। এ জন্যই বর্তমানে দেখা যায়— অনেক মুসলমানই অহরহ মারাত্মক হারাম কাজ করে চলছে। তারা হারামকে তুচ্ছ মনে করে তাতে জড়িয়ে পড়ছে।


Sohag
30/03/2020

🔍"যেসব হারামকে অনেকেই তুচ্ছ মনে করে " বই থেকে যা পেয়েছি : আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের ওপর কিছু জিনিস ফরয করেছেন, যা পরিত্যাগ করা জায়েয নয়; কিছু সীমা বেঁধে দিয়েছেন, যা অতিক্রম করা বৈধ নয় এবং কিছু জিনিস হারাম করেছেন, যার ধারে কাছে যাওয়াও ঠিক নয়। 📍এই ফিতনার যুগে অনেক মুসলিম আছে যারা গুনাহ করছে কিন্তু সেই গুনাহকে খেল-তামাশা মনে করছে মাত্র। হারাম কাজগুলোর বাহ্যিক চাকচিক্য বৃদ্ধি করে ভিন্ন ভিন্ন নামে মানুষের মাঝে প্রসার ঘটছে। কিন্তু একজনকে বিশ্বাসীদের কাতারে অটল-অবিচল থাকতে হলে, আল্লাহ নির্দেশিত হালাল-হারামের প্রতি লক্ষ্য রেখেই চলতে হবে। 📍"যেসব হারামকে অনেকেই তুচ্ছ মনে করে" বইটিতে লেখক সংক্ষিপ্ত কিন্তু সুন্দরভাবে এবং কুরআন-সুন্নাহ থেকে দলিলসহ ৭০টি হারাম বিষয়ের বিবরণ দিয়েছেন। এর মধ্যে সূচিপত্রের প্রথম দিকের কিছু হলো, ১. আল্লাহর সঙ্গে শিরক বা অংশীদার স্থাপন করা ২. কবরপূজা ৩.আল্লাহ ব্যতীত অন্যের নামে যবেহ করা ৪. মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা ৫. জাদু-ম্যাজিক ও ভাগ্যগণনা ৬. রাশিফল ও মানব জীবনের ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব সংক্রান্ত বিশ্বাস পোষণ করা ৭. বস্তুসমূহের মধ্যে স্রষ্টা কল্যান রাখেননি, তাতে সে কল্যাণ লাভের বিশ্বাস করা ৮.আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা ৯. কুলক্ষণ গ্রহণ করা ১০. আল্লাহর নাম ব্যতিরেকে অন্যের নামে কসম করা এছাড়াও এমন কিছু হারাম বিষয় তুলে ধরা হয়েছে যেগুলো আসলেই আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটে থাকে। যেমন: নামাজে ধীরস্থিরতা পরিহার করা, সুদ খাওয়া, পণ্যের দোষ গোপন করা, সন্তানদের কিছু প্রদানে ইনসাফ না করা, গান-বাজনা, গীবত করা, মুখমণ্ডলে আঘাত করা ইত্যাদি। 📍শরীয়তে যখন হারাম আছে, তখন এর মধ্যে গূঢ় রহস্য লুকিয়ে আছে। যেমনঃ (১) আল্লাহ তাআলা হারাম দ্বারা তাঁর বান্দাদের পরীক্ষা করেন। তারা এ সম্পর্কে কেমন আচরণ করে তা তিনি লক্ষ্য করেন। (২) কে জান্নাতবাসী হবে আর কে জাহান্নামবাসী হবে, হারামের মাধ্যমে তা নির্ধারণ করা চলে। (৩) একজন সৎ লোক আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে হারাম পরিহার করলে বিনিময়ে তার চেয়ে যে ভালো কিছু পাওয়া যায়, তা সে ভালোমতো অনুধাবন করতে পারে। এভাবে সে মনোরাজ্যে ঈমানের স্বাদ আস্বদন


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com