জীবনের একটি লক্ষ্য আছে - মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ | বইবাজার.কম

জীবনের একটি লক্ষ্য আছে

বইবাজার মূল্য : ৳ ১৭২ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২১৫

প্রকাশনী : উমেদ প্রকাশ





WISHLIST


Overall Ratings (2)

Abed
01/04/2020

জীবনে সফলতা অর্জনের জন্য আমাদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট করে রাখা জরুরি । তবে দুঃখ জনক হলেও এটা সত্যি যে গবেষণালব্দ ফলাফল অনুযায়ী আমাদের মধ্যে খুবই কম সংখক মানুষেরই লক্ষ্য নির্ধারিত আছে । আর তাদের মধ্যকার বেশিরভাকগেরই কেবিল মাথায় থাকে , কোথাও লেখা থাকে না । খুবই কম মানুষ তাদের জীবনের লক্ষ্য কর্মপরিকল্পনাসমেত খাতায় লিখে রাখে । আরো সহজ করে বলাই একটি সহজ উদাহরণ দিয়ে , ধরা যাক কারো খুদা পেয়ছে । তিনি কোনো হটেলে খাবার খেতে গেলেন । সেখানে পরিবেশকদের গিয়ে যদি তিনি বলেন যে তিনি ক্ষুধার্থ তার খাবারের প্রয়োজন তা হলে কি হবে । এভবে বলার পরিবর্তে যদি তিনি এইভবে বলতেন যে উনি কি ধরনের খাবার খেতে চান যেমন, আমি দুপুরের ভাতের সাথে ডাল আর ভুনা মুরগি খেতে চায় , তা হলে সেটা হতো নির্দিষ্ট । এই রকম ভাবে আমাদের লক্ষ্য গুলোকে নির্ধারন করতে হবে নির্দিষ্ট ভাবে । আমরা যদি বলে বসি যে আজকের মধ্যে সারা বাংলাদেশ ধুয়ে মুছে সাফ করে ফেলবো , সেটা কি কখনও সম্ভব ???? এটা কি একদিনের কাজ ?? হ্যা , তাই জিবনের লক্ষ্য এরকমই হতে হবে । 'স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা তুমাকে ঘুমাতে দেই না'


Salim
31/03/2020

লক্ষ্য,,, জীবনে সফলতা অর্জনের জন্য আমাদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট করে রাখা জরুরি। তবে দুঃখজনক হলেও এটা সত্যি যে গবেষণালব্ধ ফলাফল অনুযায়ী আমাদের মধ্যে খুবই কম সংখ্যক মানুষেরই লক্ষ্য নির্ধারিত আছে। আর তাদের মধ্যকার বেশিরভাগেরই কেবল মাথায় থাকে, কোথাও লেখা থাকে না। খুবই কম সংখ্যক মানুষ তাদের জীবনের লক্ষ্য কর্মপরিকল্পনাসমেত খাতায় লিখে রাখেন। ‘আমার জীবনের লক্ষ্য’- রচনা কিংবা ‘Aim in life’- নামের প্যারাগ্রাফ তো শৈশবে কতই লেখা হয়েছে। আর সেখানে নিজেদের ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের কথাও লিখেছি আমরা বেশ গুছিয়েই। সময়ের সাথে সাথে আমাদের স্বপ্ন, লক্ষ্য আর ইচ্ছায় এসেছে আমূল পরিবর্তন। সেই ছোট্টবেলার স্বপ্ন আর লক্ষ্যটাও তাই বদলে গেছে অনেকেরই। তা ছোট্টবেলার লক্ষ্য না হয় একে ওকে তাকে দেখে নির্ধারিত হয়েছিলো; তাই সময়ের সাথে সেগুলো পাল্টেও গেছে আমাদের অনেকেরই। এখনকার লক্ষ্য নির্ধারণ করা আছে তো? থাকলে সেটা কীভাবে-ই বা করেছো? বড়বেলার লক্ষ্য নির্ধারণ করার সময় হওয়া উচিত একটুখানি কুশলী। চলো শিখে নেওয়া যাক লক্ষ্য নির্ধারণের S.M.A.R.T কৌশল। প্রথমেই জেনে নেওয়া যাক SMART শব্দের প্রতিটি অক্ষর প্রকৃত অর্থে কী কী নির্দেশ করে- S- Specific M- Measurable A- Attainable R- Realistic T- Time bound এবার আশা যাক বিস্তারিত আলোচনায়! Specific বা নির্দিষ্ট- আমরা অনেকেই “জীবনের লক্ষ্য কী”- এমন প্রশ্নের জবাবে, “চাকুরি করতে চাই”- কথাটা বলে থাকি। এটা কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নয়। এটা সুনির্দিষ্ট হবে তখনই যখন বলা হবে কোথায়, কেমন চাকুরীতে আগ্রহ সেটাও নির্ধারিত থাকবে। আরও সহজ করে বলি। আরো সহজ করে বলা যায় একটা পরিচিত উদাহরণ দিয়ে। ধরা যাক, কারো ক্ষুধা পেয়েছে। তিনি কোনো হোটেলে খাবার খেতে গেলেন। সেখানে পরিবেশকদের গিয়ে যদি তিনি বলেন যে তিনি ক্ষুধার্ত তাঁর খাবারের প্রয়োজন তাহলে কি হবে? এভাবে বলার পরিবর্তে উনি যদি বলতেন উনি কী ধরণের খাবার খেতে চান যেমন- আমি দুপুরের খাবারে ভাতের সাথে ডাল আর ভুনা মুরগী খেতে চাই! তাহলে সেটা হতো নির্দিষ্ট। এরকমভাবেই আমাদের লক্ষ্যগুলোকেও নির্ধারণ করতে হবে সুনির্দিষ্টভাবে আমরা যদি বলে বসি যে আজকের মধ্যে সারা বাংলাদেশ ধুয়ে মুছে সাফ করে ফেলবো, সেটা কি আদৌ সম্ভব? এটা কি একদিনের কাজ? হ্যাঁ, তাই জীবনের লক্ষ্য এরকমই হতে হবে,,,, ‘স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।’ ‘সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।’ যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে ‘জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।’’ ‘সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না। বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। কোনো চিন্তা করলে দেশকে নিয়ে করবে আর কোনো কাজে মগ্ন হলে দেশের জন্য করবে।’ ‘সমস্যাকে কখনো আমার ওপর চেপে বসতে দেব না।যত কঠিন সময়ই আসুক না কেন, কখনোই হাল ছেড়ে দেব না।’ তাই জীবনের লক্ষ্যকে গুরুত্ব দিতে হবে ভাগ্যকে না,,,,,


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2025 BoiBazar.com