খোয়াবনামা (আনন্দ পুরস্কারপ্রাপ্ত) - আখতারুজ্জামান ইলিয়াস | বইবাজার.কম

খোয়াবনামা (আনন্দ পুরস্কারপ্রাপ্ত)

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ৪১৩ (২৫% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৫৫০





WISHLIST


Overall Ratings (1)

Muhammad Mosharrof Hussain
22/04/2020

" খোয়াবনামা " এর গল্পগুলো কারো মুখে শুনতে চান? জীবন তখন কেমন ছিলো, কী ছিলো জীবনের মানে - জানতে চান? এক কাজ করুন। বাড়ির যারা এখন মুরুব্বি, তাদের কাছে পিড়ি পেতে বসে পড়ুন। তাদের কেউ কেউ হয়তো সেই অনেকদিন আগে খোয়াবনামার গল্পের সময়ে ছিলেন ন্যাদা শিশু। মায়ের কোল ঘেঁষে থাকা কিংবা আঁচলের খুট ধরে ঘুরেবেড়ানো বাচ্চা ছেলেপুলে। তাদের কাছেই শুনতে পারবেন সেই সময়ের জীবনগাধা। তা তাদের কি আর অতশত কথা মনে আছে নাকি মনে থাকবার কথা? বিশ্বাস করুন, তাদের স্মৃতির অতল গহ্বর থেকে আস্তে-ধীরে উঠে আসবে সব কথা। এই যেমন আমি আমার মায়ের কাছে বসে যখন খোয়াবনামা পড়ছি, মাকে টুকটাক প্রশ্ন করছি, টুকরো টুকরো গল্পের অংশ পড়ে শোনাচ্ছি - এক অতি বিস্ময়কর সত্যের মুখোমুখি হলাম। মা গড়গড় করে গল্প বলতে লাগলেন। আমি মায়ের গল্প শুনি আর বই পড়ি। বই পড়ি আর মায়ের গল্প শুনি। মুগ্ধ হই, বিস্মিত হই, দুঃখিত হই। বইয়ের আঞ্চলিক বাক্য বা শব্দের অর্থ বুঝতে না পারলে আমার কিন্তু গুগোল সাহেবের সাহায্য নিতে হয়নি! মা হয়েছিলেন আমার ডিকশনারি। মা সবই জানেন আর আমাকে শেখান৷ পারবেন নাইবা কেন? এতো আমার পূর্ব পুরুষের ভাষা, আমার এলাকার ভাষা, মায়ের ভাষা। রাজশাহী, আক্কেলপুর, শান্তাহার, নাটোর, পাহাড়পুর, পোড়াদহ, আদমদিঘি, পাঁঁচবিবি - জায়গাগুলোও তো আমার এলাকা। নিজ গন্তব্যের যাত্রাপথে কতবার এসব স্টেশনে গাড়ি থেমেছে! আর এ কারণেই বইটাকে ভীষণ আপন মনে হয়। আমি পড়তেই থাকি, পড়ে চলি, পড়া শেষ করি, আবার পড়ার জন্য সযত্নে হাতের কাছে রেখে দেই। এমন বই কুড়ি পঁচিশবার পড়েও কি সাধ মেটে? আমার তো আঁশ মেটে না! কিছুতেই না। খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াস


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com