ফ্ল্যাপের কিছু কথাঃ ‘দ্য আদার সাইড অভ মিউনাইট’- এর সিকুয়েল মেমোরীজ অভ মিডনাইট
স্মৃতি ভ্রস্ট ক্যাথেরিন ডগলাস বাস্তবে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু সে বিরাট এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নির্দয় গ্রীক টাইকুন কনর্স্টানটিন ডেমিরিসের বিরুদ্ধে। ডেমিরিস ক্যাতেরিনের স্বামীকে হত্যা করেছিলেন। এখন যুদ্ধ পরবর্তী ইউরোপে ডেমিরিস ক্যাথেরিনকে হত্যা করতে চাইছেন। কারণ এক ভয়ংকর সত্য ক্যাথেরিন ছাড়া কেউ জানে না ....
‘এক নিশ্বাসে কোনও থ্রিলার পড়তে চাইলে শেলডনের এ বই তুলে ছিল। মন্ত্রমুগ্ধের মত আটকে রাখবে আপনাকে’- ‘নিউইয়র্ক ডেইলি নিউজ
সিডনি শেলডন
বিশ্বের অন্যতম জনপ্রিয় থ্রিলার লেখক সিডনি শেলডন। তাঁর প্রথম বই ‘দ্য নেকেড ফেস’কে নিউইয়র্ক টাইমস অভিহিত করেছিল বছরের সেরা রহস্যোপন্যাস' বলে। শেলডন যে ১৮টি থ্রিলার রচনা করেছেন, প্রতিটি পেয়েছে ইন্টারন্যাশনাল বেস্ট সেলারের মর্যাদা। তার সবচেয়ে হিট রােমাঞ্চোপন্যাসের মধ্যে রয়েছে : দ্য আদার সাইড অভ মিডনাইট, ব্লাড লাইন, রেজ অভ এঞ্জেলস, ইফ টুমরাে কামস, দ্য ডুমসডে কন্সপিরেসি, মাস্টার অব দ্য গেম, দ্য বেস্ট লেইড প্ল্যানস, মেমােরিজ অভ মিডনাইট ইত্যাদি। এই বিখ্যাত লেখক ২০০৭ সালের জানুয়ারি মাসে মৃত্যুবরণ করেন।
অনীশ দাস অপু
জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯ সাল জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন। হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।