এক রাতে বাসায় ফিরতে অনেক দেরী হয়ে গেল বার্লিংটন পুলিশের ডিটেকটিভ অ্যামোস ডেকারের । দেখল, আলাদা তিন কায়দায় খুন করা হয়েছে ওর শ্যালক, স্ত্রী আর একমাত্র সন্তানকে । প্রিয়জনদের ভয়াবহ মৃত্যু সহ্য করতে না পেরে উত্তেজিত হয়ে গেল সে । চলে গেল ওর চাকরি টা । দেনার দায় শোধ করতে না পারায় হারাল নিজের একমাত্র ঠিকানা । সংসারী মানুষ থেকে রাতারাতি পরিণত হল ভবঘুরোতে । কেটে গেল ওর স্বেচ্ছা নির্বাসনের ষোলটা মাস । একদিন পুলিশের কাছে ধরা দিল এক লোক । ওই তিন খুনের দায় স্বীকার করল সজ্ঞানে । খবরটা জানতে পারল ডেকার । কৌশলে হাজির হল সে ওই লোকের কাছে । এবং একই দিনে নির্বিচার গুলি বর্ষণ শুরু করল আরেক লোক বার্লিংটন হাইস্কুলের ছাত্রছাত্রীর উপর ।
.......... তারপর??
ডেভিড বালাদ্যাচি
David Baldacci was born and raised in Richmond, Virginia. He graduated from Henrico High School and earned a B.A.from Virginia Commonwealth University and a J.D. from the University of Virginia School of Law, after which he practiced law for nine years in Washington, D.C. He is of Italian descent from Barga, in Tuscany.