
মোবাইল অ্যাপে ক্যারিয়ার
বই : মোবাইল অ্যাপে ক্যারিয়ার লেখক : Jubayer Hossain প্রথমেই সূচিপত্র দেখে বইটির প্রতি আগ্ৰহ জন্ম নেয়ার বিষয়টা নিতান্তই স্বাভাবিক। কারণ, বইটি আর পাঁচটা "পারবে তুমিও" টাইপের মতো কোনো মোটিভেশনাল বই না। ২৭ পৃষ্ঠা পর্যন্ত কিছুটা মোটিভেশন থাকলেও এর আসল মজা শুরু হয় ২৮ পৃষ্ঠা থেকে। অ্যাপের দুনিয়া কী,কেমন,কার জন্য এবং কীভাবে ব্যবহার করা যায় ইত্যাদি সহ নানাবিধ বিষয় নিয়ে বিস্তারিত ধারণা পাওয়া যাবে এই বইটিতে। লেখকের দীর্ঘ ৯ বছর ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং গবেষণার দলিল হচ্ছে এই বইটি। এই বইয়ের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তা হলো, স্টার্টআপ নিয়ে গভীরভাবে আলোচনা। যেকোনো স্টার্টআপ শুরু করার কাজে বইটির এই (৫২-৮১)অংশ উদ্যোক্তাদের জন্য একপ্রকার "বাইবেল" হিসেবে আখ্যায়িত হবে বলে আমার ধারণা। তাছাড়াও, অর্থ উপার্জনের সেরা ৫ অ্যাপ আইডিয়া, মোবাইল অ্যাপ থেকে উপার্জনের পথ সহ দারুন গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্টের বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। যাই হোক, অ্যাপের রাজ্য আরোহণে "মোবাইল অ্যাপে ক্যারিয়ার" বইটি একটি স্মার্ট চয়েজ বলে আমি মনে করি।
প্রথমেই সূচিপত্র দেখে বইটির প্রতি আগ্ৰহ জন্ম নেয়ার বিষয়টা নিতান্তই স্বাভাবিক। কারণ, বইটি আর পাঁচটা "পারবে তুমিও" টাইপের মতো কোনো মোটিভেশনাল বই না। ২৭ পৃষ্ঠা পর্যন্ত কিছুটা মোটিভেশন থাকলেও এর আসল মজা শুরু হয় ২৮ পৃষ্ঠা থেকে। অ্যাপের দুনিয়া কী,কেমন,কার জন্য এবং কীভাবে ব্যবহার করা যায় ইত্যাদি সহ নানাবিধ বিষয় নিয়ে বিস্তারিত ধারণা পাওয়া যাবে এই বইটিতে। লেখকের দীর্ঘ ৯ বছর ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং গবেষণার দলিল হচ্ছে এই বইটি। এই বইয়ের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তা হলো, স্টার্টআপ নিয়ে গভীরভাবে আলোচনা। যেকোনো স্টার্টআপ শুরু করার কাজে বইটির এই (৫২-৮১)অংশ উদ্যোক্তাদের জন্য একপ্রকার "বাইবেল" হিসেবে আখ্যায়িত হবে বলে আমার ধারণা। তাছাড়াও, অর্থ উপার্জনের সেরা ৫ অ্যাপ আইডিয়া, মোবাইল অ্যাপ থেকে উপার্জনের পথ সহ দারুন গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্টের বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। যাই হোক, অ্যাপের রাজ্য আরোহণে "মোবাইল অ্যাপে ক্যারিয়ার" বইটি একটি স্মার্ট চয়েজ বলে আমি মনে করি।
SIMILAR BOOKS
