মহাভারতের কথা সেই সময়ের কথা যে সময়ে কিছু মানুষ কুসংস্কারকে গোঁড়া ভেবে ধর্মের আঁধারকেই ভুলে যেতে বসেছিল। অন্যায়, অত্যাচারে পৃথিবী ভরে উঠেছিল।
মহাভারতের সেই সময়কাল সর্বপ্রথম ব্যাসদেব ১০০ পর্ব ও একলাখ শ্লোক সম্বন্বিত ‘জয়’ গ্রন্থে লিপিবদ্ধ করেন।
পরে ব্যাসদেব প্রচারিত ওই কাহিনিটিকে তাঁর শিষ্য বৈশম্পায়ন জনমেজয়ের মহাযজ্ঞে জনমেজয়সহ অন্য মুনিদের শোনান সৌতি। এই সময়ে গ্রন্থটির নাম হয় ‘ভারত’।
মাধুরী দেবনাথ সহজসরল ভাষাভঙ্গিতে মহাভারত থেকে তাঁর প্রিয় ঘটনাবলিকে আখ্যানে রূপ দিয়েছেন। কাব্যের বিস্তর জমিনে হাবুডুবু খেয়ে যারা কাহিনির খেই হারিয়ে ফেলেন তাদের জন্য এ-গ্রন্থটি উপভোগ্য হয়ে উঠবে।