বেশ কিছু সময় পেরিয়ে গেলেও মালতী রুম থেকে বের হচ্ছেনা দেখে ওর সাথের অন্য। মেয়েরা রুমে গিয়ে মালতীর লাশ দেখতে পেয়ে চিৎকার করে উঠলাে। হােটেলের লােকদের ভেতর আরেকজন উঠতি গ্যাংস্টার হচ্ছে শাকিল। যে কিনা মালতীকে ভালােবাসতাে। শাকিল চেয়েছিল আগামী সপ্তাহেই দূরে চলে যাবে দুজন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মালতী বিবির হাতে পৈশাচিক ভাবে জীবন দিলাে।
শাকিল বিবিকে খুঁজে বের করে হত্যা করার জন্য শপথ নেয়। বিবি কি জানতাে যে চক্রের খেলায় জড়িয়ে সে এই পথে চলে এসেছে, আরেকটা চক্রের উত্থান তার হাত ধরেই শুরু হলাে! আর এই চক্র একবার শুর হলে নিয়তি আর চক্র নিজেরাই শেষটা বের করে নেয়!
আর জে রনি
ফয়সাল আহমেদ রনি জন্মগ্রহন করেন ফরিদপুর সদরে। তিনি একজন আরজে এবং ভয়েজ ওভার আর্টিস্ট। গল্পের মানুষ তিনি, মানুষের সাথে মিশতে, কথা বলতে পছন্দ করেন ও মানুষের মুখের হাসি পছন্দ করেন। ২০১৬ সাল থেকে তিনি রেডিও একাত্তর এফএম ৯৮.৪ এ আরজে ও প্রযােজক হিসাবে কাজ করছেন। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রেডিও শাে ‘নিশি রাইতে হু হু হা হা’এর উপস্থাপক।