কবিতা তার কালের সঙ্গে পাল্লা দিয়ে চললেও একসময় চায় কালকে অতিক্রম করতে। কবির ভাবনা, প্রকাশের বৈচিত্র্য কিংবা মনােভ্রমণের অন্তর্কাহিনি নিয়ে তৈরি হয় নতুন অভিঘাত। সেই অভিঘাতের চিত্ত-চেতনায় জারিত হয় পাঠক। কবি ও পাঠক তাই মুখােমুখি হলেও সম্মুখে ঝােলে সময়ের পর্দা। অপসারণ চাই পর্দা-কুয়াশার; মুক্ত করতে চাই ভালােবাসার সকল অর্গল। নােনা জলে বুনাে সংসার’-এর দ্বিতীয় সংস্করণ না বলে মুদ্রণ বলাই ভালাে।
হাবীবুল্লাহ সিরাজী
জন্ম ৩১ ডিসেম্বর ১৯৪৮, ফরিদপুর, বাংলাদেশ। বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ১৯৭০ সালে স্নাতক। পদ্য-গদ্য মিলিয়ে গ্রন্থের সংখ্যা পঞ্চাশের অধিক। উল্লেখযোগ্য পুরস্কার : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১), যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), বিষ্ণু দে পুরস্কার (২০০৭), রূপসী বাংলা পুরস্কার (২০১০), মহাদিগন্ত পুরস্কার (২০১১)। বাংলা একাডেমির ফেলো, জাতীয় কবিতা পরিষদের সভাপতি। ভ্রমণ : ভারতবর্ষ, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত।