আজকে একুশ শতকে সবচেয়ে ব্যাপক হারে যে রোগটি ছয়লাপ করেছে, হারাম যে কাজটি মানুষ হালাল-জ্ঞান করা শুরু করেছে, তা হলো বিয়ে বহির্ভূত ভালোবাসা। স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে তরুণ তরুণী, চাকুরীজীবী, এমনকি বিবাহিত, কেউই বাদ নেই।
.
ফলে সমাজে যেমন দেখা দিচ্ছে নানামুখী বিশৃঙ্খলা, তেমনি বহু মানুষের জীবন, পরিবার ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়া হারাম ভালোবাসা অন্তরকে ধ্বংসের মুখে ফেলে দেয়, আল্লাহর মাঝে বান্দার দূরত্ব সৃষ্টি করে। কল্যাণের পথ থেকে দূরে সরিয়ে গোমরাহির পথে এগিয়ে দেয়।
.
ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, যা মানুষের সহজাত প্রবৃত্তির সাথে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ। তাই ইসলাম ভালোবাসাকে হারাম করেনি, বরং অবৈধ প্রেমকে হারাম করেছে। হারাম ভালোবাসার ক্ষতি, এ থেকে বের হয়ে আসার উপায়, করণীয় বর্জনীয় ইত্যাদি বিষয়ে পূর্ণ দিকনির্দেশনা দেয় ইসলাম। বক্ষ্যমাণ বইটি এই বিষয়ে চমৎকার একটি পাথেয়।