তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গড়ে উঠেছে সমস্ত পৃথিবীব্যাপী এক দেশ--মানব জাতির বৃহত্তর ঐক্য। তেইশ বছর কেটে গেছে এরপর। সবকিছু স্থিতিশীল। কিন্তু হঠাৎ দেখা দিলো এক দুর্যোগ। তৃতীয় বিশ্বযুদ্ধেরই এক ভয়াবহ জৈবিক অস্ত্র আবার আঘাত হানলো পৃথিবীর ওপর। যে অস্ত্রের অস্তিত্ব মুছে গিয়েছিলো সতেরো বছর আগেই, তা আবার ফিরে এলো কী করে? আর কেনই বা আঘাত হানলো? প্রতিকার খুঁজতে সরকার মরিয়া, কিন্তু সব পথই বন্ধ। ভাগ্যক্রমে পাওয়া গেলো একটি পথ; তাতেও রয়েছে ঝুঁকি। ঝুঁকি মাথায় নিয়েই সে পথে পাঠানো হলো সিকিউরিটি এজেন্সির অন্যতম সেরা এজেন্ট রাদিদ রুদ্রকে। ও কি পারবে প্রতিকার আনতে? ওর সামনে অপেক্ষা করছে অসংখ্য প্রতিবন্ধকতা। ও কি পারবে সফল হতে? পাঠক, সময় পরিভ্রমণ ও বাটারফ্লাই ইফেক্ট অবলম্বনে লেখা এক টান টান উত্তেজনার সাইফাই থৃলারে আপনাদের স্বাগতম।