ভূমিকা নসাস ঢাকা ইতিপূর্বে প্রয়াত বিশ্বনন্দিত চলচ্চিত্রকার ও জনপ্রিয় লেখক সত্যজিৎ রায়ের বাছাই গল্পের বই প্রকাশ করেছে--যাতে লেখকের বারোটি গল্প ছিল ,বইটির নাম,বাছাই বারো।” বর্তমান গ্রন্থ ‘সেরা গল্প’ তেমনি সত্যজিৎ রায়ের সৃষ্টি অনেক অনেক গল্প থেকে আমাদের বেছে নেয়া আটটি গল্পের একটি দুরন্ত সমাহার বর্তমান দ্বিতীয়বার দি স্কাই পাবলিশার প্রথম মুদ্রণ প্রকাশিত হলো আমাদের অনুমতি নিয়েই। পরবর্তীতে ও স্কাই পাবলিশার ‘বাছাই বারো’ সংকলনটিও প্রকাশ করবে। আমরা আশা করি, বাছাই বারোর মতো ‘সেরা গল্প’ ও প্রচন্ডভাবে আদৃত হবে। -জর্জ ৪৩ দীননাথ সেন রোড পোঃ গেন্ডারিয়া গ্রীন ঢাকা-১২০৪
সত্যজিৎ রায়
চিত্রশিল্পী সংগীতগুণী প্রচারবি বাগ্মী এবং বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই সমান দক্ষ লেখক সত্যজিৎ রায়ের প্রধান পরিচয়, ভারতীয় চলচ্চিত্রের মুক্তিদাতা তিনি। আর তাঁর চিত্রের মুক্তি ভারতীয় সংস্কৃতি-সরণীর এক-একটি মাইলস্টোন, বিশ্বের মানচিত্রেও সগর্ব অধ্যায়। সাধনা তাঁর নিষ্ঠাবান, যাত্রা তাঁর নিঃসঙ্গ, শিল্পরুচি সৃষ্টিতে যিনি নিজেকেই অতিক্রম করেছেন। সেই চলচ্চিত্রনির্মাণে চিত্রনাট্য-সংলাপ-রূপসজ্জা থেকে শুরু করে। সম্পাদনা-বিজ্ঞাপন-প্রচারে সত্যজিৎ রায় স্বয়ং সম্পূর্ণ। তাঁর সেই দৃষ্টি এবং অভিজ্ঞতার সমাহার ঘটেছে এই গ্রন্থের রচনাবলীতে : চলচ্চিত্রের সমালােচনা রয়েছে, রয়েছে সংগীতের ব্যবহার বা সম্পাদনার পদ্ধতি এমনকি চিত্রকেন্দ্রিক বিষগ্ন মধুর স্মৃতিচর্যা। স্বচ্ছ ভাবনার দীপ্তিমান প্রকাশে এই গ্রন্থ চলচ্চিত্র-জিজ্ঞাসু তথা যে-কোনাে শিল্পপ্রেমী বাংলাভাষীর অবশ্যপাঠ্য হয়ে উঠেছে।