
ষোলো আনা (হার্ডকভার)
বইবাজার মূল্য : ৳ ২০০ (২০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ২৫০
প্রকাশনী : অনন্যা
বিষয় : সমকালীন-উপন্যাস , বইমেলা ২০২০
ষোলো আনা উপন্যাসটি লেখক শুরু করেছেন নৌকার মধ্যে বাসর করা দিয়ে। সবে মাত্র বিয়ে হলো। বিয়ের পর স্বামীর ইচ্ছে হলো তার স্ত্রীকে নিয়ে নৌকার মধ্যে বাসর করতে। এমন অসাধারণভাবে লেখক উপন্যাসটি শুরু করেছেন যা আমার খুবই ভালো লেগেছে। এই শুরুটাই আপনাকে উপন্যাসের কয়েকটা পৃষ্ঠা পড়াতে বাধ্য করবে। উপন্যাটি মূলত একজন বাউন্ডুলে মানুষ আরেকজন অতি সিরিয়াস মানুষের গল্প। যে বাউন্ডুলে মানুষটা কিনা বাবার অঢেল অর্থ সম্পদ আনন্দ ফুর্তি করে লুটিয়ে কাজের সমটুকুকে অকাজের করে ফেলে। যার জন্য তার ব্যাক্তিজীবনটা হয়ে উঠে খুবই অসুখী। আর সিরিয়াস মানুষটা যে কিনা জীবনের প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বসহকারে পার করে। পড়ালেখা থেকে শুরু করে সব। যার জন্য তার ব্যাক্তিজীবন হয়ে উঠে খুবই সুন্দর ও সুখের। এই বাউন্ডুলে মানুষ ও সিরিয়াস মানুষটাকে নিয়েই শুরু হয় উপন্যাসের মূল পটভূমি। যেখানে লেখক দেখিয়েছেন বাউন্ডুলে মানুষটার জন্য একটা পরিবারে কি করে অন্ধকার নেমে এসেছে আবার দেখিয়েছেন সিরিয়াস মানুষটা কি করে সে অন্ধকার দূর করার চেষ্টা করেছে। কিন্তু এতো চেষ্টা করেও কি দূর করতে পেরেছে পরিবারের অন্ধকার! একটা মাত্র মানুষের জন্য পরিবারের সবকটা মানুষের জীবনে নেমে আসে দুর্ভোগ ও দুঃখ। যে দুর্ভোগ ও দুঃখের কারণে ধীরে ধীরে নেমে আসে ক্লান্তি ও হাহাকার। শেষ হতে থাকে অর্থ, সম্পত্তি, ভিটেমাটি সব। মারা যায় বাউন্ডুলে ছেলেটার মা। কিন্তু কেনো মারা যায় তার মা? মা মারা যাবার পর মাথার উপরের ছায়া নাই হয়ে যায় সিরিয়াস ছেলেটার। বাবা ঘরে একা। সে বিয়ে করে। তার বিয়ের কিছুদিন পর যখন বাবাও মারা যায় তখন বাউন্ডুলে ছেলেটা তার বড় ভাইকে ঘর থেকে বের করে দেয়৷ সে তার বউকে নিয়ে গিয়ে উঠে এক শিক্ষকের বাড়িতে। তারপর কি হয়! এমনই কিছু মানুষের গল্প নিয়ে ষোলো আনা উপন্যাস। যে উপন্যাসে লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন একটা জীবনের শুরু থেকে শেষ, উন্নতি-অবনতি, উত্থান-পতন। বর্ণনা দিয়ে লেখার ক্ষমতা লেখকের আছে যেটা তিনি এই ষোলো আনা উপন্যাসটা লিখে দেখিয়েছেন। শুরুটা কিছুটা স্লো হলেও শেষটা কিভাবে যে শেষ হয়ে গেছে তা আমি বুঝতেও পারি নি। ষোলো আনার মতো এমন উপন্যাস লেখকের কাছ থেকে আরো আশা করছি।
SIMILAR BOOKS
