ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামায হলাে দ্বিতীয় স্তম্ভ। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের প্রধান সােপানই হলাে নামায। নামাযই তাঁর নৈকট্য লাভের প্রধান উপায় । নামায ইসলামের অন্যতম প্রধান ইবাদত। নামাযে দু'আ ও তাসবীহ পাঠ করা হয় আরবীতে। অর্থ না বুঝার কারণে মানুষ তা হৃদয়ঙ্গম করতে পারেনা। নামাযে যে দোয়া তাসবীহ পাঠ করা হয় সেগুলাের অর্থ জানতে পারলে নামাযে মনােযােগ বৃদ্ধি পাবে পরবর্তীতে অন্যান্য সূরা ও তাসবীহ অর্থ জানতে আগ্রহী হবেন এ আশা নিয়েই পুস্তকটি লেখা হয়েছে।