সাকসেস হান্টার - সত্যজিৎ চক্রবর্ত্তী | বইবাজার.কম

সাকসেস হান্টার

    4.5 Ratings     2 Reviews

বইবাজার মূল্য : ৳ ১৬০ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২০০

প্রকাশনী : দাঁড়িকমা

This book is Out of Stock





WISHLIST


Overall Ratings (2)

Opi
11/04/2020

জীবনের পথে চলতে চলতে ক্লান্ত মানুষদের জন্য আশার বাতিঘর হিসেবে কাজ করবে সাকসেস হান্টার বইটি। সাফল্য অর্জিত হবার আগে কখনোই থেমে যাওয়া উচিত নয়। মাঝপথে থেমে গেলে পরিশ্রমটাই বৃথা। চারদিকে অনেক সুযোগ লুকিয়ে আছে। নিজেকেই সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। লেখক বার বার একটা কথাই বুঝিয়েছেন যে যত বাধা বিপত্তিই আসুক না কেন লক্ষে পৌঁছাতে হবেই। মোটিভেশনাল বইটি পড়লে সবার ভালো লাগবে। লেখক সহজ ভাষায় লিখেছেন যা পাঠকের চোখের জন্য আরামদায়ক।


Waliullah
08/04/2020

জীবন সুশোভিত কোমল পুষ্প নয়, জীবন কণ্টকাকীর্ণ। আর কণ্টকাকীর্ণ বলেই জীবন এতো সুন্দর। যেমনটা সুন্দর গোলাপ। গোলাপে কাঁটা আছে বলেই গোলাপ এতো সুন্দর, জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা, হতাশা আছে বলেই জীবন এতো সুন্দর। রাত আছে বলেই দিন সুন্দর। খারাপ আছে বলেই ভালো এতো সুন্দর। কুৎসিতের অস্তিত্ব আছে বলেই আমরা অনুভব করি সুন্দরের মাহাত্ম। ব্যর্থতা আমাদের জীবনে আছে বলেই আমরা পাই সফলতার অনাবিল আনন্দ। সেই সফলতাকে আপন করে পেতে হলে, সফলতার চূড়ায় আরোহন করতে হলে, আমাদেরকে ব্যর্থতার স্বাদ কিছুটা হলেও অবশ্যই আস্বাদন করতে হবে। ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হলে আমাদেরকে বারবার ব্যর্থ হতে হবে, তারপরেই না পৌঁছতে পারবো সফলতার চূড়ান্ত লক্ষ্যে। জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে আমাদের অবধারিত হতাশায় নিমজ্জিত হতে হয়। একবার ব্যর্থ হলে আমরা হাল ছেড়ে দেই। জীবনকে তুচ্ছ জ্ঞান করতে শুরু করে দেই। ব্যর্থতার ধাক্কায় আমাদের সবকিছু এলোমেলো হয়ে যায়, আমরা লক্ষ্য থেকে সরে আসি। কিন্তু শুরুতেই বলেছি ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি। একটা ব্যর্থতার শেষে আমরা নতুন উদ্দ্যমে কাজ শুরু করলে, ভুলগুলোকে শুধরে নিয়ে নতুন ভাবে পথচলা শুরু করলে সফলতার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে আর লক্ষ্যের পরশপাথর স্পর্শ করতে আমাদের আর কোনো কিছুই বাধা দিতে পারবেনা। আর এই নতুন শুরুর পেছনে কাজ করবে দৃঢ মনোবল আর সফলতাকে শীকার করে আনার উচ্চাকাঙ্ক্ষা। যারা সফলতার পেছনে ছুটছেন, মাঝপথে ব্যর্থ হয়ে মনোবল হারিয়ে ফেলছেন, আর এগোনোর সাহস পাচ্ছেননা, তাঁদের জন্য সত্যজিৎ চক্রবর্তীর আত্মউন্নয়নমূলক বই সাকসেস হান্টার। লেখক অত্যন্ত গোছালো এবং স্পষ্ট ভঙ্গিমায় মানুষের সফলতার পেছনের নিয়ামক এবং সফলতার পেছনে বাধার বিষয়গুলোকে তুলে এনেছেন বইয়ের পাতায়। সফলতার জন্য কিভাবে কাজ করে যেতে হবে, কিভাবে পরিশ্রম করলে সফলতা আপনার পদতলে এসে লুন্ঠিত হবে এমনসব জাদুকরী কৌশল নিয়েই লেখা সাকসেস হান্টার বইটি।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com