মাওলানা জালালুদ্দিন রুমির জনপ্রিয় বই, মসনবী থেকে চয়নকৃত ১০৫টি কবিতাকে গল্পে রূপান্তর করে ইরানি ভাষা থেকে বাংলা অনুবাদ গ্রন্থ: দ্য বুক অব রুমি: সব শ্রেণীর রুমি ভক্তদের কাছে ভালো লাগার মতো একটি বই। এই বইয়ের সবগুলো গল্পই ইধ্যাত্মিক ধারার শিক্ষামূলক গল্প।