ভূ-উপগ্রহের চোখে তাকালে
মনে হবে একটি অগ্নিগর্ভ
অথবা মনে হতে পারে
জলপাই-পাতায় ঢাকা স্ত্রী-অঙ্গ
হয়ত এজন্যই উপত্যকাটিতে
জন্ম ও চিৎকার
দুই-ই চলছে!
২
পৃথিবীর মানচিত্রে কাশ্মীরটা কোথায়?
যতবার প্রশ্ন করেছি,
আমাকে সবাই দেখিয়েছে একটি হৃৎপিণ্ড!
আমিও লক্ষ করেছি ওটা বর্তুল আকৃতির কিছু
আর শীর্ষবিন্দুতে রক্তের সূর্য-আঁকা।