আদর্শ পরিবার গঠনে ৪০টি উপদেশ (পেপারব্যাক) - শায়খ মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ | বইবাজার.কম

আদর্শ পরিবার গঠনে ৪০টি উপদেশ (পেপারব্যাক)

বইবাজার মূল্য : ৳ ১২৩ (৩০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ১৭৫





WISHLIST


Overall Ratings (3)

Abed
01/04/2020

আদর্শ পরিবার গঠনের জন্য বইটি অনেক উপকারী। বইটাতে একটা সুন্দর ইসলামীক পরিবার গঠনের কুরআন ও হাদিসের আলোকে দিক নির্দেশনা দেওয়া আছে। নারীদের পর্দার ব্যাপারে ও উল্লেখ করা হয়েছে। বইটা আমার ভালো লাগার কারণ হলো বইটাতে কুরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে সুন্দর আদর্শ পরিবার গঠনের নিয়ম বলা হয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ নসিহত বর্নিত হয়েছে। বর্তমান সময়ে দাম্পত্য কলহ ও পরিবার ধ্বংস একটি সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। বইটিতে এই বিষয়ে বিভিন্ন নসিহত উল্লেখ করা হয়েছে যেমন সংসার ইসলামিক করা যায়, কিভাবে সবাইকে কিবলা মূখী করা যায়, কিভাবে পরিবারের মধ্যে ইসলামি এলেম বৃদ্ধি করা যায় ইত্যাদি। তাই আমার কাছে এই বইটা খুব ভালো লেগেছে। আমি বলব যে সকল মুসলিমের উচিৎ এই বইটা একবার হলেও পড়া। ধন্যবাদ লেখককে এত সুন্দর করে পরিবার গঠনের নানা দিক ছোট করে এই বইতে আলোচনা করার জন্য।


Salim
31/03/2020

“আদর্শ পরিবার গঠনে ৪০টি উপদেশ”। একজন মানুষ যত বিওবানই হোক না কেন, তার পরিবার যদি সুশৃঙ্খল ও গোছানো না হয়, ব্যক্তিগতভাবে সে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে না। যখন পরিবারের সদস্যদের মাঝে সুসম্পর্ক বজায় থাকবে এবং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, তখনই তো অনুভূত হবে সুখ আর প্রশান্তি। কত মানুষের অভিযোগ- ঘরে গিয়ে একটু শান্তিতে ঘুমোতে পারি না। সবার মাঝে কেমন জানি অস্থিরতা। চাওয়া- পাওয়ার অভিযোগ শুনতে শুনতেই হাঁপিয়ে ওঠার অবস্থা! কিন্তু কেন এমন হয়? আসলে আমরা অনেকটা আন্তকেন্দ্রিক চিন্তায় ডুবে থাকি। পরিবার কীভাবে সুন্দর ও সুশৃঙ্খল হবে, এ বিষয়গুলোর প্রতি তেমন লক্ষ্যই করা হয় না। এর ফলে আমাদের পারিবারিক জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত ভোগান্তির সম্মুখীন হতে হয়। কীভাবে আমাদের পরিবার হতে পারে একটি আদর্শ পরিবার, আর আমরা লাভ করতে পারবো পারিবারিক সুখ-শান্তি, এ বইয়ে রয়েছে এমনই ৪০টি উওম উপদেশ। “আল্লাহ তোমাদের গৃহকে তোমাদের জন্য আবাসস্থল বানিয়েছেন।“ একজন নেককার স্বামী ও নেককার স্ত্রী মিলেই গঠিত হয় একটি নেককার সুখী পরিবার। কারণ ভলো ও উওম মাটি থেকেই উৎপন্ন হয় ভালো ও উন্নতমানের উওম ফসল। আর খারাপ ও নিম্নমানের মাটি থেকে উৎপন্ন হয় নিম্ন ও অনুন্নত ফসল। একটি আদর্শ পরিবার গঠনের জন্য স্বামী, স্ত্রী উভয়কে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, যত্নবান, বিশ্বাসী, একজন আরেক জনের সুখ-দুঃখের সাথী হতে হবে। রবের আদেশ-নিষেধ যে পরিবারে মেনে চলার সর্বাত্বক চেষ্টা করা হয় সে পরিবারই হয়ে ওঠে আদর্শ পরিবার।একটি পরিবারের মাঝে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছু ঘিরে থাকে। দুঃখ আছে বলেই কিন্তু আমরা সুখের মর্যাদা টা খুব ভালোভাবেই টের পাই। একটি আদর্শ পরিবার গঠনের জন্য স্বামী স্ত্রী উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। স্বামী-স্ত্রী একে অপরের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল ও যত্নবান হতে হবে, ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যাবস্থা!! পরিপূর্ণ জীবন ব্যাবস্থা শুরু ই হয় পরিবার থেকে!! তারপর একে একে সমাজ, রাজনীতি, উপার্জন ক্ষেত্র... সবই এর অন্তর্ভু্ক্ত হয়!! সব জায়গা তে ইসলামের চর্চা পরিপূর্ণতা আনে, না হলে হযবরল হবেই! যাহোক, বইয়ের প্রসঙ্গে আসি!! বইয়ের নামকরণ ই যেখানে পরিবার গঠনমূলক আলোচনা সেখানে বলা বাহুল্য বইয়ের নামকরণ সার্থক, সুবহানআল্লাহ!! "আরবাঊনা নাসীহাতান লি-ইসলাহিল বুয়ূত" বই থেকে অনুবাদিত "আদর্শ পরিবার গঠনে ৪০টি উপদেশ" যেনো একটি মিসহাল! পরিবারের গঠনের মূল বিষয়গুলো কি হতে পারে!? তা হতে পারে ভালো ও নেককার স্ত্রী নির্বাচন বা তাকে সংশোধনের নেক প্রচেষ্টা!! ঘরগুলো যেনো হয়ে ওঠে ইলমের পরিবেশক!! নবী (সাঃ)'র সুন্নত যেনো চুইয়ে চুইয়ে পড়ে বাড়ির প্রতিটি সদস্যের আচরণ আর কর্মে!! বাড়িতে যেনো প্রতিদিন তিলায়াতের অভ্যাস থাকে!! ইসলাম চর্চার জন্য থাকতে পারে ইসলামী বইয়ের লাইব্রেরী!! মেহমান হিসাবে যেনো নেককার আলেম ও তালিবুল ইলমদের আগমন হয়! ! পরিবারের সদস্যরা যেনো কানেক্টেড থাকে, কারণ পারস্পারিক আলোচনা সমাধান করে অনেক সমস্যার আর তার সমাধান যদি ইসলামের আলোকে হয় তাহলে মনের ভেতর গড়ে উঠবে রহমতের বাগান!! সন্তানকে সুবিন্যাস্তভাবে গড়ে তুলতে ইসলামের আলোক ছাড়া আর কি ই বা হতে পারে বেশি সৌহার্দ্যপূর্ণ?! সবকিছু একটা সিস্টেমে যদি থাকে. খাওয়া, ঘুম, বাড়িফেরা... কিভাবে সেই পরিবার সুগঠিত না হয়ে পারে!? কুরআন ও সুন্নাহ এর আলোকে এরকম সকল আলোচনায় পরিপূর্ণ পুরো বইটি!! আলহামদুল্লিলাহ!! আচ্ছা আমরা ভাবি কি কখনো?! ঐ ঘরের কী অবস্থা হয় যা গুণাহ ও খারাপ কাজে পূর্ণ থাকে?? যেখানে হারাম মেলামেশা হয়?! বেপর্দার সাথে নিকট আত্মীয় ও প্রতিবেশী গায়রে মাহরামদের অবাধ যাতয়াত হয়?? যে ঘরের অবস্থা এমন, তাতে ফেরেশতা কীভাবে প্রবেশ করবে?! একমাত্র নিরেট বোকা ই এমনটি হওয়া থেকে নিজের পরিবারকে বিরত রাখে না, হেফাজত করে না!! অথচ, ঘর ও পরিবার হলো আল্লাহ'র দেওয়া সুন্দরতম নেয়ামতের একটি, সুবহানাল্লাহ!! সুবহানআল্লাহ, কি সুন্দর একটা বই পড়লাম!! যে পড়বে তার ই ভালো লাগবে!! কুরআন আর হাদীসের ছটায় ছটায় প্রতিটা উপদেশ সাজানো রয়েছে!! পড়তে পড়তে কখন যে বইটা শেষ হয়ে যাবে, টের পাওয়া যাবে না!! সুন্দর একটা পরিবার গঠনের বাস্তবায়নের শুরু ই যেনো এই বই!! আলহামদুল্লিলাহ!! আল্লাহ সকল গৃতকর্তা ও গৃহকর্তীর জন্য সহজ করে দেক এই বইয়ের ওসিলায়, আমিন!! তাই একটি আদর্শ পরিবার গঠনের কিছু উপদেশ অবশ্যই পালন করতে হবে তাই এই বইটি পাঠক বন্ধুদের অনেক উপকারী হবে আশা করি,,,,,,


Sohag
30/03/2020

ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যাবস্থা!! পরিপূর্ণ জীবন ব্যাবস্থা শুরু ই হয় পরিবার থেকে!! তারপর একে একে সমাজ, রাজনীতি, উপার্জন ক্ষেত্র... সবই এর অন্তর্ভু্ক্ত হয়!! সব জায়গা তে ইসলামের চর্চা পরিপূর্ণতা আনে, না হলে হযবরল হবেই! যাহোক, বইয়ের প্রসঙ্গে আসি!! বইয়ের নামকরণ ই যেখানে পরিবার গঠনমূলক আলোচনা সেখানে বলা বাহুল্য বইয়ের নামকরণ সার্থক, সুবহানআল্লাহ!! "আরবাঊনা নাসীহাতান লি-ইসলাহিল বুয়ূত" বই থেকে অনুবাদিত "আদর্শ পরিবার গঠনে ৪০টি উপদেশ" যেনো একটি মিসহাল!! আলাদা আলাদা পয়েন্টে যেভাবে সুন্দর করে পুরো বিষয়টা কে সাজানো হয়েছে থরে থরে, একজন মুনাফিক ও যদি বইটা হাতে নেয় তাহলেও কিছু না কিছু শিখেই দম নিবে, ইনশাআল্লাহ!! অনুবাদক হাসান মাসরুর ও সেভাবেই অনুবাদ করেছেন যেনো কারোর পক্ষেই না বুঝে ওঠার অবকাশ না থাকে!! সুবহানাল্লাহ!! আল্লাহ সম্পাদক, প্রকাশক, প্রকাশনী ও অনুবাদকের নেক নিয়তে উত্তম বারাকাহ দেক, আমিন!! পরিবারের গঠনের মূল বিষয়গুলো কি হতে পারে!? তা হতে পারে ভালো ও নেককার স্ত্রী নির্বাচন বা তাকে সংশোধনের নেক প্রচেষ্টা!! ঘরগুলো যেনো হয়ে ওঠে ইলমের পরিবেশক!! নবী (সাঃ)'র সুন্নত যেনো চুইয়ে চুইয়ে পড়ে বাড়ির প্রতিটি সদস্যের আচরণ আর কর্মে!! বাড়িতে যেনো প্রতিদিন তিলায়াতের অভ্যাস থাকে!! ইসলাম চর্চার জন্য থাকতে পারে ইসলামী বইয়ের লাইব্রেরী!! মেহমান হিসাবে যেনো নেককার আলেম ও তালিবুল ইলমদের আগমন হয়!! পরিবারের সদস্যরা যেনো কানেক্টেড থাকে, কারণ পারস্পারিক আলোচনা সমাধান করে অনেক সমস্যার আর তার সমাধান যদি ইসলামের আলোকে হয় তাহলে মনের ভেতর গড়ে উঠবে রহমতের বাগান!! সন্তানকে সুবিন্যাস্তভাবে গড়ে তুলতে ইসলামের আলোক ছাড়া আর কি ই বা হতে পারে বেশি সৌহার্দ্যপূর্ণ?! সবকিছু একটা সিস্টেমে যদি থাকে... খাওয়া, ঘুম, বাড়িফেরা... কিভাবে সেই পরিবার সুগঠিত না হয়ে পারে!? কুরআন ও সুন্নাহ এর আলোকে এরকম সকল আলোচনায় পরিপূর্ণ পুরো বইটি!! আলহামদুল্লিলাহ!! আচ্ছা আমরা ভাবি কি কখনো?! ঐ ঘরের কী অবস্থা হয় যা গুণাহ ও খারাপ কাজে পূর্ণ থাকে?? যেখানে হারাম মেলামেশা হয়?! বেপর্দার সাথে নিকট আত্মীয় ও প্রতিবেশী গায়রে মাহরামদের অবাধ যাতয়াত হয়?? যে ঘরের অবস্থা এমন, তাতে ফেরেশতা কীভাবে প্রবেশ করবে?! একমাত্র নিরেট বোকা ই এমনটি হওয়া থেকে নিজের পরিবারকে বিরত রাখে না, হেফাজত করে না!! অথচ, ঘর ও পরিবার হলো আল্লাহ'র দেওয়া সুন্দরতম নেয়ামতের একটি, সুবহানাল্লাহ!! সুবহানআল্লাহ, কি সুন্দর একটা বই পড়লাম!! যে পড়বে তার ই ভালো লাগবে!! কুরআন আর হাদীসের ছটায় ছটায় প্রতিটা উপদেশ সাজানো রয়েছে!! পড়তে পড়তে কখন যে বইটা শেষ হয়ে যাবে, টের পাওয়া যাবে না!! সুন্দর একটা পরিবার গঠনের বাস্তবায়নের শুরু ই যেনো এই বই!! আলহামদুল্লিলাহ!! আল্লাহ সকল গৃতকর্তা ও গৃহকর্তীর জন্য সহজ করে দেক এই বইয়ের ওসিলায়, আমিন!! বইয়ের প্রচ্ছদ, পৃষ্ঠার মান, বাইন্ডিং... সকল কিছুই আলহামদুলিল্লাহ প্রশংসার দাবিদার!! সেব্যাপারে আলাদা করে কিছু না বললেও হতো!! কিন্তু, কখনো কখনো এসকল বিষয় উল্লেখ করাও একটু অনিবার্য হয়ে দাঁড়ায়!! কিছু বই থাকে এরকম যেগুলো একবার পড়লে মনে গেঁথে যায়!! কি পড়লাম, কোন উদ্দেশ্য নিয়ে পড়লাম, পড়ার পরে কী করণীয়... সবকিছু ই পরিষ্কার হয়ে যায়, এই বইটি আল্লাহ'র ইচ্ছায় ঠিক সেরকম!! খুব করে শুভকামনা রইলো পড়ার জন্য!! 🌸 আল্লাহ যেনো সকলের পরিবার গঠনের নেক নিয়তের ই উত্তম আনজাম দেন, আমিন!! আদর্শ পরিবার গঠনে ৪০টি উপদেশ বইটি সবার জন্য দরকার।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com